একদিনে মৃতের সংখ্যায় রেকর্ড করল ভারত, অন্যান্য দিনের তুলনায় কমে গেল দৈনিক আক্রান্তের সংখ্যা


Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত আজ সকালের রিপোর্ট অনুসারে গত একদিনে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা অন্যান্যদিনের তুলনায় অনেক কম। গত একদিনে দেশে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৮০৯ জন। ভারতে গত ২দিন পর পর টানা ৯০ হাজার করে করোনা আক্রান্ত হওয়ার পর একদিনের আক্রান্তের নিরিখে সংখ্যাটা অনেকটাই কম হলেও, সারা দেশে করোনায় মৃতের নিরিখে একদিনে রেকর্ড গড়ল। শেষ ২৪ ঘণ্টায় ১,১৩৩ জন মানুষ করোনার কাছে হার শিকার করেছেন। 

আরও পড়ুন- সংক্রমণের হার কম, খুলছে লকডাউন- করোনা প্রতিরোধে নজির গড়েছে মহিলা শাসিত এই ৭টি দেশ

এর আগে গত ২৩ জুলাই ১,১২৯ জন মানুষের মৃত্যু হয়েছিল। করোনা আক্রান্তের নিরিখে সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারত। দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৪২ লক্ষ ৮০ হাজার ৪৪২। এই মুহূর্তে সারা দেশে করোনা অ্যাক্টিভ সংখ্যা ৮.৮৩ লক্ষ, যা মোটের ২০.৯ শতাংশ। পাশাপাশি আজ সকালে দেশের সুস্থতার হার এসে দাঁড়িয়েছে ৭৭.৬ শতাংশ। 

মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক ও উত্তরপ্রদেশ হল সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্য। স্বাস্থ্য মন্ত্রকের মতে, এই পাঁচটি রাজ্যের সক্রিয় মামলার ৬২ শতাংশের বেশি রয়েছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ২.৭ কোটিরও বেশি মামলা নথিভুক্ত হয়েছে; ৮.৮৩ লক্ষ কোভিড রোগী মারা গেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের পর ব্রাজিল, রাশিয়া এবং পেরুতে সবচেয়ে বেশি মামলার নজির রয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.