১২ সেপ্টেম্বর রাজ্যে লকডাউন হচ্ছে না, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়


Odd বাংলা ডেস্ক: আগামী ১২ সেপ্টেম্বর রাজ্যজুড়ে যে লকডাউন ঘোষণা করা হয়েছিল, তা তুলে নেওয়া হল, আজ এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অর্থাৎ আগামী শনিবার রাজ্যে কোনও লকডাউন অনুষ্ঠিত হচ্ছে না। প্রসঙ্গত ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষায় অংশ নিতে চলেছেন রাজ্যের প্রায় ৩৭ হাজার ছাত্র-ছাত্রী। তার আগে অর্থাৎ শুক্রবার এবং শনিবার রাজ্যজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু শনিবারের লকডাউন তুলে নেওয়ার কথা আজ নিজেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 
আজ টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, আগে ১১ ও ১২ সেপ্টেম্বর লকডাউনের কথা ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষা রয়েছে। তাই ছাত্রছাত্রীদের থেকে প্রচুর আবেদন আসছে যাতে পরীক্ষার আগের দিন লকডাউন তুলে নেওয়া হয়। তা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হল। পূর্ব ঘোষণা মোতাবেক ১১ তারিখ রাজ্য জুড়ে লকডাউন হবে।
Blogger দ্বারা পরিচালিত.