আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তাঁর সম্পর্কে ৭টি তথ্য, যা অনেকেরই অজানা


Odd বাংলা ডেস্ক: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০ বছরে পা রাখলেন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের শীর্ষে অবস্থান করে কেবল ভারতেই নয় গোটা বিশ্বে আজ তিনি ট্রেন্ডসেটার। ২০০১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মোদী। এরপর ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মোদী পরিচালিত বিজেপি সরকার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে সরকার গঠন করে। আজ দেশের প্রধানমন্ত্রীর ৭০ তম জন্মদিনে রইল তাঁর সম্পর্কে কিছু তথ্য, যা হয়তো অনেকেরই অজানা। 

১) কিশোর বয়সে নরেন্দ্র মোদী ১৯৬৫- সালের ভারত-পাক যুদ্ধের সময় সৈন্যদের সহায়তা করেছিলেন। স্টেশনে এসে ট্রেন থামার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী পৌঁছে যেতেন গরম মশালার চায়ের গ্লাস হাতে এবং তাঁদের আত্মত্যাগের জন্য তাঁদের ধন্যবাদ জানাতেন।

২) কৈশরের দিনগুলিতে তিনি একাই বিভিন্ন স্থানে ভ্রমণ করে বেড়াতেন হয়েছিলেন। তিনি হিমালয়ের সাধুদের সঙ্গে দেখা করেছিলেন এবং একাধিক স্থান পরিদর্শনও করেছিলেন।

৩) তিনি ২০ বছর বয়সে কবিতা লিখতেন এবং ফটোগ্রাফিরও শখ ছিল তাঁর। তিনি তাঁর ফটোগ্রাফির দক্ষতা প্রদর্শন করতে একটি প্রদর্শনীরও আয়োজন করেছিলেন।

৪) স্কুলে পড়ার সময়ে তিনি বেশ কয়েকটি নাটকে অংশ নিয়েছিলেন।

৫) জানা যায়, একবার নরেন্দ্র মোদী ছোটবেলায় তাঁর ঘরে একটি কুমিরের ছানা নিয়ে এসেছিলেন। ছোট থেকেই অত্যন্ত সাহসী ছিলেন মোদী।

৬) নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে তিন মাসের একটি কোর্স করেছিলেন। সেখানে তিনি ইমেজ ম্যানেজমেন্ট এবং পাবলিক রিলেশন অধ্যয়ন করেছিলেন।

৭) গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর গোটা কর্মজীবনে তিনি কোনও ছুটি নেননি। এমনকি তিনি তাঁর সমস্ত অধস্তন কর্মীকে একই ধ্যানধারণাই প্রচার করেন।
Blogger দ্বারা পরিচালিত.