নরমুণ্ড শিকারিদের গ্রাম! আজও ভারতের বুকে রয়েছে রাজার রাজত্ব!



Odd বাংলা ডেস্ক: নরমুণ্ড শিকার রূপকথা নয়। ভারতের বুকেই এমন গ্রাম রয়েছে, যার বাসিন্দারা এই সেদিনও শত্রুর কাটামুণ্ড নিয়ে গ্রামে ফিরেছেন। ভারতের লংওয়া, নাগাল্যান্ডের মোন জেলা সদর দপ্তর থেকে ৪২ কিলোমিটার দূরে ভারত-মায়ানমার সীমান্তের মধ্যবর্তী একটি ছোট্ট গ্রাম। এর উচ্চতা প্রায় ১৪০০ মি। এখানে প্রধানত কোনিয়াক (Konyak) উপজাতির বসবাস। অতীতে যারা হেডহান্টার বলে পরিচিত ছিল। ১৯৭০ সাল পর্যন্ত এই অঞ্চলের মানুষ বার বার সংঘর্ষে জড়িয়েছে আর জয়স্বরুপ শত্রুপক্ষের মাথা কেটে গ্রামে ফিরেছে। যার সংগ্রহে যত বেশি মাথা, তার সম্মান ততটাই। 
ব্রিটিশদের তোলা মানুষ শিকারির ছবি 

লংওয়া গ্রামটি ভারত এবং মায়ানমার দুই দেশে বিস্তৃত। এটি একটি বিরল আন্তর্জাতিক সীমান্ত, যেখানে ভারত এবং মায়ানমার উভয় দেশের গ্রামবাসীরা কোনোরকম ভিসা ছাড়াই দুই দেশে অবাধে যাতায়াত করতে পারে। বর্তমানে ১০-১৩ জন হেডহান্টার জীবিত আছেন। লংওয়া গ্রামটি এই একুশ শতকেও সমগ্র দেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। গ্রামটিতে এখনও রাজপ্রথা চলে। লংওয়ার রাজার অন্তর্গত পাঁচটি গ্রাম নাগাল্যান্ডে, ৩৩টি মায়ানমারে এবং সাতটি অরুণাচল প্রদেশে। গ্রামবাসীদের জীবিকা বলতে গাঁজা, আফিম চাষ। মায়ানমারে মাদকের চাহিদা রয়েছে। তাই মাদক চোরাচালানের সঙ্গে বেশিরভাগ মানুষ যুক্ত।
Blogger দ্বারা পরিচালিত.