গ্রামে ঢুকে পড়েছে কুমির, তাকে ছাড়তে বনদফতরের কাছে ৫০ হাজার টাকা দাবি গ্রামবাসীর!
Odd বাংলা ডেস্ক: দিন তিনেক আগে উত্তরপ্রদেশের মিদানিয়া গ্রামে ঢুকে পড়ে একটি কুমির। উত্তরপ্রদেশের দুধওয়া ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প সংলগ্ন লখিমপুর খেড়ি থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে সম্ভবত বন্যার জলের সঙ্গে ভেসে এসেই লোকালয়ে ঢুকে পড়ে কুমিরটি। গ্রামের এরটি পুকুরে কুমিরটিকে দেখতে পাওয়ার পর থেকেই চাঞ্চল্য ছড়ায় গ্রামে।
আর এরপরই ঘটে যায় সেই চাঞ্চল্যকর ঘটনা, যেখানে গ্রামবাসীরা রীতিমতো পণবন্দি করে ফেলে কুমিরটিকে।গ্রামবাসীরা কুমিরটিকে বনদফতরের হাতে তুলে দেওযার জন্য ৫০ হাজার টাকা দাবি করে। গ্রামবাসীরা আরও দাবি করেছেন কুমিটিকে উদ্ধার করার জন্য এই মূল্যটি তাদের প্রাপ্য। কিন্তু বনদফতরের কর্মীরা তাদের অনেকরকমভাবে বোঝাতে চাইলেও তারা কোনও কথাই শুনতে রাজি ছিল না। তাদের দাবি ৫০ হাজার টাকা না দেওয়া হলে তারা কিছুতেই কুমিরটিকে ছাড়বে না।
এরপর গোটা বিষয়টিতে পুলিশি হস্তক্ষেপের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু পুলিশ এসে তাদের বোঝালেও তারা একই দাবি জানাতে থাকে। এরপর তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এই ভয় দেখানো হলে অবশেষে গ্রামবাসীদের কবল থেকে কুমিরটিকে উদ্ধার করে আনা সম্ভব হয়।
Post a Comment