পুরীর জগন্নাথ মন্দিরের ৪০০ সেবায়েত করোনায় আক্রান্ত! মন্দির না খোলার নির্দেশ দিল ওড়িশা সরকার
Odd বাংলা ডেস্ক: পুরির জগন্নাথ মন্দিরের ৪০০ এরও বেশি সেবায়েত এবং আধিকারিকরা কোভিড-১৯-এ আক্রান্ত। গোটা বিষয়টি পর্যালোচনা করে ওড়িশা সরকারের তরফে হাইকোর্টকে জানানো হয়েছে যে, গত মার্চ থেকে ভক্তদের জন্য বন্ধ থাকা এই ধর্মীয় স্থান এখনও খোলার জন্য প্রস্তুত নয়।
ওড়িশা হাইকোর্টের জারি করা একটি নোটিশের জবাবে সে রাজ্যের সরকার জানিয়েছে যে, পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের পর্যাপ্ত জায়গা নেই, তাই মন্দির ভক্তদের জন্য উন্মুক্ত করার অনুমতি দেওয়া হলে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার তার হলফনামায় জানিয়েছে যে ৩৫১ জন সেবায়েত এবং জগন্নাথ মন্দির প্রশাসনের ৫৩জন কর্মকর্তা এই মুহূর্তে করোনা পজিটিভ। মন্দির পরিচালনা কমিটির সদস্য প্রেমানন্দ দাশমহাপাত্র-সহ একাধিক সেবায়েত সম্প্রতি এই রোগে আক্রান্ত হন।
যেহেতু এক বিশাল সংখ্যক সেবায়েত করোনার কারণে মন্দিরে আসতে পারছেন না তাই প্রভু জগন্নাথের নিত্যসেবার জন্য সেবায়েতের অভাব দেখা দিয়েছে। যদিও খুব অল্প সংখ্যক পুরোহিত এবং সেবায়েত মারফত এই ঠাকুরের নিত্যপুজোর আয়োজন করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে যদি মন্দিরের দ্বার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে সংক্রমণ আরও দ্রুত গতিতে ছড়াবে।
Post a Comment