'দুর্নীতিগ্রস্ত' আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে আঠারো মাসে বছর, রেগে আগুন শাহ



Odd বাংলা ডেস্ক: দুর্নীতি বা প্রশাসনিক গাফিলতির অভিযোগে বিদ্ধ অনেকে। তা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁর অধীনস্থ বিভিন্ন দফতরের আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত শেষ হচ্ছে না। তদন্তে সেই গড়িমসি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে ‘কঠোরভাবে’ নিয়ম পালনের নির্দেশ দিয়েছেন তিনি। সেই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বিভিন্ন বিভাগ ও ডিভিশনের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, ‘সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের (সিভিসি) নির্দেশ মতো তদন্ত এবং বিভাগীয় তদন্তের জন্য নির্ধারিত সময়সীমা আছে। তা বিভিন্ন দফতর বা ডিভিশন যে মেনে চলছে না, সেই বিষয়টি (কেন্দ্রীয়) স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে এসেছে।’ সব দফতরের মুখ্য ভিজিল্যান্স অফিসারের কাছে পাঠানো সেই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, কঠোরভাবে নির্দেশিকা মেনে চলতে হবে। ২০০০ সালের মে মাসে নির্দেশিকা জারি করে সিভিসি জানিয়েছিল, সরকারের কোনও দফতরের কোনও আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার এক মাসের সিদ্ধান্ত নিতে হবে যে সেই ঘটনায় নজরদারির প্রয়োজন আছে কিনা। পাশাপাশি ছ'মাসের মধ্যে সেই ঘটনার বিভাগীয় তদন্ত শেষ করতে হবে।
Blogger দ্বারা পরিচালিত.