রাত পোহালেই পৃথিবীকে অতিক্রম করবে গ্রহানু, আসতে পারে অতি নিকটে



Odd বাংলা ডেস্ক: রাত পোহালেই পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে বিরাটাকায় গ্রহানু। গিজার পিরামিডের দ্বিগুণ আয়তনের একটি গ্রহাণু ৬ সেপ্টেম্বর ভারতীয় সময় বিকেল সাড়ে ৩টে নাগাদ পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়তে পারে। এ কথা জানিয়েছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন তথা নাসা। 

জানা গিয়েছে, এই গ্রহাণুটি ৮৮৬ ফুট লম্বা এবং ২০০ মিটার চওড়া। এই গ্রহাণূ পৃথিবীর কক্ষপথ অতিক্রম করে, তাই নাসা এই গ্রহাণুকে অ্যাপেলো গ্রহাণুর তালিকায় রেখেছে। জ্যোতির্বিজ্ঞানীরা দশ বছর আগেই এই গ্রহাণুর সন্ধান পান। আর সেই সময়ে এই গ্রহাণুর নামকরণ করা হয় ৪৬৫৮২৪ (২০১০ এফআর) (465824 2010FR)।
Blogger দ্বারা পরিচালিত.