জ্যোতিষ মতে আপনার জন্ম মাস বলে দেবে আপনি কেমন মানুষ



Odd বাংলা ডেস্ক: আমরা পৃথিবীতে অনেক মানুস দেখি, জীবনে চলার পথে অনেকের সাথেই পরিচয় হয়। কাউকে মনে রাখি আবার কাউকে ভুলে যাই। কখনও কখনও একজনের সঙ্গে অন্য জনের মিল খুঁজে পাই। কিন্তু কখনোও কি ভেবে দেখেছেন কেন এমনটা হয় ? প্রত্যেকটা মানুষ যখন আলাদা তখন তাদের স্বভাব এক কেন হয় ? এই সব কিছুই নির্ভর করে আমাদের রাশিফলের ওপর।

একই মাসে বা একই সময়ে জন্ম নেওয়া মানুষগুলোর স্বভাব চরিত্রের মধ্যে অনেক মিল পাওয়া যায়। কোন মাসের জন্মগ্রহণকারী মানুষদের রাশি বলে দেয় তাদের স্বভাব কেমন হবে। আসুন তাহলে জেনে নিন জন্ম মাস অনুযায়ী কার চরিত্র কেমন হয় 

জানুযারীঃ এই মাসে যারা জন্মগ্রহন করে তারা একটু কল্পনাপ্রবন প্রকৃতির হয়। শরীর স্বাস্থ্য তাদের খুব ভালো হয়, তবে শ্বাস-প্রশ্বাস ঘটিত সমস্যা দেখা দিতে পারে। সাহিত্যানুরাগী হয়। বাড়িতে বসে থাকতে একদম ভালবাসে না, ঘুরতে পছন্দ করে। এই মাসে জন্মগ্রহণকারীরা খুব পরিশ্রমী হয়। জানুয়ারীতে জন্ম নেওয়া ব্যাক্তিদের ডায়বেটিস ও গ্লুকোমায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

ফেব্রুয়ারী- এই মাসে জন্মগ্রহণকারীরা অন্যের মনের কথা মুখ দেখে বুঝে ফেলার ক্ষমতা রাখেন। এই মানুষেরা খুব সহজেই সবার সঙ্গে মিশে যেতে পারে। এদের কাছে সব সম্পর্কেরই গুরুত্ব আছে।

মার্চ - এই মাসে যাদের জন্ম তারা খুব জেদি হয়। তারা পড়াশুনা করতে ও অন্যকে পড়াতে ভালোবাসে। এরা কঠোর পরিশ্রমী হয়। এরা সংবেদনশিল হয় এবং অন্যের দুর্বলতার সুযোগ একদমই নেন না।


এপ্রিল - এই মাসে জন্ম নেওয়া ব্যাক্তিরা খুব রাগী, জেদি ও আবেগপ্রবন হয়। এরা অন্যের ওপর কর্তৃত্ত্ব ফলাতে পছন্দ করে। তাদের উদ্দেশ্যে বলবো যে অন্যের ওপর বেশি কর্তৃত্ত্ব ফলাতে যাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। এনাদের মধ্যে সবাইকে আকৃষ্ট করার একটা অদ্ভুত ক্ষমতা আছে।

মে - এরা খুব জেদি হয়। সহজে নিজের মাথা গরম করে ফেলে। মাথা গরম হলে খুব সহজে আবার মাথা ঠান্ডা হয়ে যায়। এদের সাধারণত কান ও গলার সমস্যা হয়ে থাকে।

জুন - এরা খুব রোম্যান্টিক আর অন্যের প্রতি জেলাস হয়। এদের ভালোবাসার জীবন অত্যন্ত জটিল ও কষ্টের হয়। এরা বাচ্চা একদম ভালোবাসেন না কিন্তু পরিবারের গুরুজনদের খুব ভালোবাসে।

জুলাই - এদের স্বভাব খুব ভালো হয়, নম্র ও ভদ্র হয়। এরা উচ্চমানের জিনিসপত্র ব্যবহার করতে ভালোবাসে। সহজে বন্ধু বানিয়ে নিতে পারে আবার সহজে আঘাত পায়।

আগস্ট - এরা স্বাধীনচেতা। জীবনে চলার পথে মেয়েদের তুলনায় পুরুষদের সাহাজ্যেই এরা এগিয়ে যেতে পারে।

সেপ্টেম্বর - কারোর যদি এই মাসে জন্ম হয়ে থাকে তাহলে তারা খুব দুঃসাহসিক, আক্রমনাত্বক, অনুভুতিপ্রবন হয়ে থাকেন। এদের স্মৃতিশক্তি প্রবল, এরা সাধারণত বুকের ও মাথার রোগে আক্রান্ত হতে পারে।

অক্টোবর- অক্টোবর মাসে যদি কেউ জন্ম নেয় তবে সে বাস্তবতাকে ভালোবাসে, বুদ্ধিমান, চালাক হয়। লক্ষ্যে পৌঁছতে বদ্ধপরিকর। অত্যন্ত অনুভূতিপ্রবণ ও অন্যের কস্টে কষ্ট পান এবং সহজে আঘাত পেয়ে যান।

নভেম্বর - এরা সময়ের আগেই নিজের গন্তব্যে পৌঁছোতে পছন্দ করেন। অনেক অর্থের মালিক হন। কিন্তু সেই অর্থ বেশিদিন নিজের কাছে রাখতে পারেননা।

ডিসেম্বর - এরা খুব শান্তি ভালোবাসে। নির্জন পরিবেশে থাকতে ভালোবাসে। নিজের জীবন সঙ্গী খোঁজার ব্যাপারে খুব হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে, যা অনেক সময় ভুল হয়।
Blogger দ্বারা পরিচালিত.