২৮ বছর আগেকার বাবরি মসজিদ মামলার রায়দান হবে আজ, জারি সর্বোচ্চ সতর্কতা


Odd বাংলা ডেস্ক: ভারতের সামাজিক এবং রাজনৈতি প্রেক্ষাপটে আমূল পরিবর্তন এনে দিয়েছিল ২৮ বছর আগেকার সেই ঘটনা। প্রায় তিন দশক পর আজ বুধবার সেই বাবরি মসজিদ মামলার রায় দান করা হবে। রায়দানের সময় মামলায় অভিযুক্তদের হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে অনেকে আজ সেখানে উপস্থিত থাকবেন, কিন্তু বয়সজনিত কারণে এই করোনা আবহেরল মধ্যে লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশীরা উপস্থিত থাকতে পারবেন কি না, তা নিয়ে চরম সংশয় শুরু হয়েছে। 


অন্যদিকে আর এক অভিযুক্ত উমা ভারতী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে কোনও অভিযুক্ত অনুপস্থিত থাকলেও আজই মামলার রায় দান করা হবে বলে জানানো হয়েছে। তবে আজকের দিনের কথা মাথায় রেখে আঁটোসাঁটো সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রায় যদি কোনও একটি গোষ্ঠীর বিপক্ষে যায় তাহলে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি সিএএ-বিরোধী আন্দোলনের মতো পরিস্থিতিও তৈরি করার চেষ্টা করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.