'আমাদের দেশের আইন, মূল্যবোধ সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দেয় না', দিল্লি হাইকোর্টকে জানাল কেন্দ্র
Odd বাংলা ডেস্ক: কেন্দ্র দিল্লি হাইকোর্টকে জানিয়েছে যে, সমলিঙ্গে বিবাহ স্বীকৃত নয়, কারণ 'আমাদের আইনি এবং সমাজ ব্যবস্থায় এবং মূল্যবোধ এমন বিবাহে স্বীকৃতি দেয় না।' অর্থাৎ এইরকম বিবাহ হলে তা দেশের সংস্কৃতি এবং সমাজ ব্যবস্থার পরিপন্থী। তাই সমলিঙ্গ বিবাহ কখনওই দেশীয় সংস্কৃতির সঙ্গে যায় না।
সমলিঙ্গ বিবাহকে হিন্দু ম্যারেজ অ্যাক্টের আওতকায় স্বীকৃতি দেওয়ার জন্য অভিজিত আইয়ার নামে এক ব্যক্তি জনস্বার্থে একটি মামলা দায়ের করেন। আজ দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিএন পটেল এবং বিচারপতি প্রতীক জালানের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। সেখানে সরকারি সলিসিটর তুষার মেটা জানান, সমলিঙ্গ বিবাহ কখনওই আইনি স্বীকৃতি পেতে পারে না। তিনি যুক্তি দেন, 'আমাদের দেশের আইন, বিচারব্যবস্থা, সমাজ-সংস্কৃতি সব দিক বিচার করns সমলিঙ্গে বিয়ে কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের রুচি, সংস্কার সমলিঙ্গ বিবাহকে মান্যতা দেয় না। সমকামী সম্পর্ক একটা পারস্পরিক বোঝাপড়ামাত্র, এই সম্পর্ককে আইনি স্বীকৃতি দেওয়া যায় না।'
তুষার মেটা আরও বলেন, মূলত দুটি কারণ সমলিঙ্গ বিবাহ গ্রহণযোগ্য নয়। প্রথমত, জনস্বার্থ মামলার পিটিশনে বলা হয়েছে এই বিবাহকে হিন্দু ম্যারেজ অ্যাক্টের আওতায় স্বীকৃতি দিতে, যা কখনও সম্ভব নয়, দ্বিতীয়ত, এই বিয়েকে স্বীকৃতি দিলে এতদিনকার সমস্ত আইনি-বিধির বিপরীতে চলতে হবে যা কার্যত অসম্ভব।
প্রসঙ্গত, সমকামী সম্পর্ককে আর অপরাধের তকমা দেওয়া যাবে না এমনটাই শিলমোহর দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২০১৮ সালে। ১৮৬১ সালে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় সমকামী যৌন সম্পর্ককে প্রকৃতিবিরুদ্ধ অপরাধ বলে যে তকমা দেওয়া হয়েছিল, তাকে কার্যত 'অসাংবিধানিক' বলে খারিজ করেছিল দেশের শীর্ষ আদালত। আর সেই রায়কে সামনে রেখেই সমকামী সম্পর্ক যদি বৈধ হয় তাহলে সমকামী বিবাহ কেন অবৈধ থাকবে তাকেও আইনি স্বীকৃতি দেওয়া হোক-এমনটাই দাবি ছিল মামলাকারীদের।
Post a Comment