করোনা আবহে বেড়াতে যাচ্ছেন? অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি
Odd বাংলা ডেস্ক: দেশে আনলক পর্যায় শুরু হয়ে গেলেও করোনা কিন্তু এখনও বিদায় নেয়নি। আর এই পরিস্থিতিতে আপনি যত বেশি সময় বাড়িতে থাকবেন মনে রাখবেন আপনি ততবেশি আপনি নিরাপদ ও সুরক্ষিত। তবে এই করোনা পরিস্থিতিতে বাঙালিকে ঘরে বেঁধে রাখা খুবই কঠিন। কারণ ইতিমধ্যেই কাছাকাছি দীঘা, মন্দারমণি, শঙ্করপুরের মতো জায়গায় ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু এই পরিস্থিতিতে বেড়াতে গিয়ে কয়েকটি বিষয়ে আপনাদের অবশ্যই মাথায় রাখা উচিত।
এপ্রসঙ্গে বলে রাখা ভাল, আপনি কিন্তু বেড়াতে গিয়ে সহজেই করোনায় আক্রান্ত হয়ে পড়তে পারেন। আপনার হয়তো কোনও উপসর্গ থাকবে না, আপনি নিজের অজান্তেই হয়ে পড়তে পারেন কোভিড পজিটিভ। এতে করে আপি এবং আপনার সঙ্গীরা (শিশুরাও) করোনার বাহক হতে পারে এবং এদের মারফত আপনাদের পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হতে পারেন। কিন্তু দীর্ঘদিন ঘরবন্দি জীবন কাটানোর পর আপনাকে যদি একান্তই প্রকৃতির কোলে হারিয়ে যেতে ইচ্ছে করে, তাহলে কিন্তু অবশ্যই ভ্রমণের আগে কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে।
আরও পড়ুন- করোনা আটকাতে এই মাউথ ওয়াশ ব্যবহার করুন
আপনার এলাকায় কি কোভিড ছড়িয়েছে?
আপনার এলাকায় যত বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন তত বেশি কিন্তু আপনারও করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাবে। এতে করে বেড়াতে যাওয়ার আগে বা ঘুরে এসেও আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
আপনি কি এমন কারওর সঙ্গে ভ্রমণ করছেন যাঁর কোভিড পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে?
আপনার ভ্রমণসঙ্গী যাঁরা তাঁদের মধ্যে কি এমন কেউ রয়েছেন, যাঁদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেমন ধরুন শিশু বা বয়স্ক মানুষ!
আপনার নিজের কি সর্দি-কাশি বা জ্বরভাব রয়েছে?
আপনার যদি ঘুষঘুষে জ্বর বা সর্দি কাশি থাকে তাহলে ভুলেও বাড়ি থেকে বেরোবেন না। বেড়াতে যাওয়ার ইচ্ছাটা আর কিছুদিন না হয় পুষে রাখুন।
যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানে কী কী নিয়মাবলী রয়েছে-
যেখানে বেড়াতে যাচ্ছেন সেই গন্তব্য যদি রাজ্যের বাইরে হয়, তাহলে সেই রাজ্যের কোভিড নিয়মাবলী ভাল করে জেনে নেবেন। কারণ প্রত্যেক রাজ্যই আলাদা আলাদা করে নিজের মতো করে করোনা নির্দেশিকা তৈরি করেছে।
বেড়াতে গিয়ে যে যে বিষয় খেয়াল রাখবেন-
- সর্বজনীন স্থানে আপনার নাক এবং মুখ ঢেকে রাখতে মাস্ক পড়ুন।
- আপনার পরিবারের নয় এমন কারওর সঙ্গে কমপক্ষে ৬ ফুট দূরত্ব (প্রায় ২ হাতের দূরত্ব) বজায় রাখুন।
- বারবার করে আপনার এবং আপনার পরিবারের সকলের হাত স্যানিটাইজ করুন, সেক্ষেত্রে কমপক্ষে ৬০% অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।
- যদি কাউকে দেখেন অসুস্থ তাহলে তাঁর সংস্পর্শ এড়িয়ে চলুন।
- আপনার চোখ, নাক এবং মুখ স্পর্শ করবেন না।
Post a Comment