আশ্চর্য্য দৃশ্য! সিডনিতে ১০০ বছরে তৃতীয়বারের মত দেখা মিললো নীল তিমির



Odd বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনি সৈকতের কাছাকাছি সমুদ্র এলাকায় পৃথিবীর ‘সবচেয়ে বড় প্রাণী’ নীল তিমির দেখা মিলেছে। গত ১০০ বছরে সিডনির লোকালয়ের এত কাছে এ নিয়ে মাত্র তৃতীয়বারের মতো দেখা পাওয়া গেলো বিরল এ প্রজাতির তিমির। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউ সাউথ ওয়েলসের ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস (এনপিডব্লিউএস) এ তথ্য জানিয়েছে। নীল তিমিকে পৃথিবীর বৃহত্তম প্রাণী বলা হয়। সমুদ্রের তীরের এতো কাছাকাছি খুব কম দেখা যায় এই প্রাণীকে। এনপিডব্লিউএস’র কর্মকর্তা অ্যান্ড্রু মার্শাল বলেন, যে নীল তিমিটি সৈকতের কাছে এসেছিলো সেটির দৈর্ঘ্য প্রায় ২৫ মিটার বা ৮২ ফুটের বেশি। 

এর ওজন প্রায় ১০০ টন বা ১ লাখ কেজিরও বেশি। মার্শাল বলেন, আকারে বিশাল হওয়া সত্ত্বেও গভীর সমুদ্রেও খুব একটা নীল তিমির দেখা পাওয়া যায় না। কারণ নীল তিমি গভীর সমুদ্রে বাস করতে ভালোবাসে। এরা সমুদ্রে নানা জায়গায় বিক্ষিপ্তভাবে বসবাস করে। নীল তিমির মাইগ্রেশন ও আবাস সম্পর্কে আমাদের কাছে খুব কম তথ্য রয়েছে বলেও জানান তিনি। জানা গেছে, নীল তিমিটি সমুদ্রে সাঁতার কাটার সময়ে অতি বিরল এ দৃশ্যটিকে এক ওয়াইল্ডলাইফ চিত্রগ্রাহক ক্যামেরাবন্দী করেছেন। ইনস্টাগ্রামে সেই ছবিটি প্রকাশ করেন তিনি। সেখানে তিনি লেখেন, মারউব্রার যে এলাকায় আমি নিয়মিত যাই সেখানে গতকাল প্রচুর হ্যাম্পব্যাক তিমিকে দেখলাম এর মধ্যে বড় আশ্চর্য হয়ে দেখা দিলো একটি বিশালাকার নীল তিমি।
Blogger দ্বারা পরিচালিত.