করোনা আক্রান্ত হলেন তারকা ফুটবলার নেইমার
Odd বাংলা ডেস্ক: করোনা আক্রান্ত হলেন বিশ্বের সবচেয়ে অন্যতম নামী ফুটবলার, নেইমার(Neymar)। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারের পর ছুটি কাটাতে গিয়েছিলেন এই ব্রাজিলীয় ফুটবল তারকা। সেখান থেকে ফেরার পরই কোভিড টেস্ট করানো হলে, রিপোর্ট পজিটিভ আসে তাঁর। নেইমারের দুই আর্জেন্টিনীয় সতীর্থ লিয়েন্দ্রো পারেদেস, এবং অ্যাঞ্জেল ডি মারিয়াও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। বুধবার প্যারিস সাঁ-জাঁ'র অফিসিয়াল ট্যুইটার পেজে দলের তিন খেলোয়াড়ের করোনাভাইরাস পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসার কথা ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, প্যারিস সাঁ-জাঁ করোনা আক্রান্ত কোনও ফুটবলারের নাম ঘোষণা করেনি। ইউরোপের সংবাদমাধ্যমগুলি অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিয়েন্দ্রো পারেদেসের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনা হয়েছিল। ফলে প্যারিস সাঁ-জাঁ'র কোভিড আক্রান্ত তৃতীয় খেলোয়াড়টি কে, তা নিয়ে একটা জল্পনা ছিলই। নেইমারই সেই তৃতীয় জন বলে অনেকেই ধরে নিয়েছিলেন। বুধবার পিএসজি তিন খেলোয়াড়ের করোনা আক্রান্তের খবর দেওয়া পর, ফরাসি সংবাদমাধ্যমে বলা হয়েছে, তৃতীয় খেলোয়াড়টি হলেন নেইমার। সংবাদ সংস্থা এএফপির খবরেও নেইমার-সহ করোনা আক্রান্ত তিন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়েছে।
Post a Comment