আদিবাসীদের তীরের আঘাতে ব্রাজিলিয়ান কর্মকর্তার মৃত্যু
Odd বাংলা ডেস্ক: আমাজন বনে আদিবাসীদের তীরের আঘাতে রিয়েলি ফ্রান্সিসকাতো নামের এক ব্রাজিলিয়ান কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত ৫৬ বছর বয়সী রিয়েলি ফ্রান্সিসকাতো ব্রাজিল সরকারের আদিবাসী বিষয়ক সংস্থা ফুনাইয়ের হয়ে কাজ করতেন।
রিয়েলি ফ্রান্সিসকাতো বুধবার ব্রাজিলের রোন্ডেনিয়া রাজ্যের আমাজনের গহীনে একটি গ্রামে যান। সেখানেই কাউটারি রিভার আইসোলেটেড গ্রুপ নামের আদিবাসী গোষ্ঠীর সদস্যদের হামলার পর তীর বিদ্ধ হয়ে মারা যান তিনি।
প্রত্যক্ষদর্শী জানায়, পাঁচ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। হামলার সময় গাড়িতে আশ্রয় নিতে চেয়েছিলেন ফ্রান্সিসকাতো তবে তীর তার বুকে এসে বিধে। পুলিশ জানায়, ফ্রান্সিকাতো তার বুক থেকে তীর বের করার চেষ্টা করে। পরে এক পর্যায়ে তীর বের করতেও পারলেও তার শরীরের অবস্থা অনেক খারাপ হয়। এক পর্যায়ে তিনি মারা যান।
Post a Comment