করোনা আবহে নতুন সঙ্কট, চিনের নয়া ভাইরাস 'ক্যাট-কিউ' ছড়িয়ে পড়তে পারে ভারতেও!


Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বের পাশাপাশি সারা দেশও যখন করোনাভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করতে তৎপর এরই মধ্যে আর এক নয়া ভাইরাস সম্পর্কে সতর্ক করল ন্যাশনাল ইন্সটিটিউট অ্যান্ড ভাইরোলজি এবং আইসিএমআর মহারাষ্ট্র। তাদের তরফে জানানো হয়েছে চিন থেকে বিস্তার লাভ করে 'ক্যাট-কিউ'- Cat Que virus(CQV) ভারতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। 


ইন্ডিয়ান জার্নাল অফ মেডিকেল রিসার্চ-এ প্রকাশিত ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চিন ও ভিয়েতনামে কুলেক্স নামক এক প্রজাতির মশা এবং শুয়োরের শরীরে মধ্যে 'ক্যাট কিউ ভাইরাস'(সিকিউভি)-এর উপস্থিতির খবর পাওয়া গিয়েছে। ইনস্টিটিউশনাল এথিকস কমিটির কাছ থেকে অনুমোদন পাওয়ার পরে পুনে আইসিএমআর-ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই গবেষণাটি করা হয়েছিল।

অ্যান্টি-সিকিউভি আইজিজি অ্যান্টিবডিগুলির(anti-CQV IgG antibodies) উপস্থিতির থাকায় দুজনেপ শরীরে এই ভাইরাস পজিটিভ টেস্ট করা হয়েছে। আইসিএমআর-এর বিশেষজ্ঞরা বলেছেন, 'ভারতে কুলেক্স মশার অনুরূপ প্রজাতির প্রসারের কারণে মশার মডেলগুলিতে এই ভাইরাসের প্রতিরূপ গতিবিধি বোঝার প্রয়োজন রয়েছে' আইসিএমআর বিশেষজ্ঞরা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.