পরের বছর থেকে ক্যালেন্ডার-ডায়েরি ছাপানোর ওপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র, ডিজিটাল-ই ভরসা
Odd বাংলা ডেস্ক: সবুজ উদ্যোগের (green initiative) অংশ হিসাবে এবং চলমান পরিস্থিতিতে আড়ম্বর বাদ দিতে আগামী বছর থেকে কেন্দ্রীয় সমস্ত মন্ত্রক এনং পাবলিক সেক্টর আন্ডারটেকিংসগুলিতে আর ক্যালেন্ডার, কফি টেবিল বুক, ডায়েরি ইত্যাদি ছাপানো হবে না। বদলে পরিবেশবান্ধব ডিজিটাল পদ্ধতি অবলম্বন করা হবে।
বুধবার জারি করা একটি নির্দেশিকায় মুদ্রণ কার্যক্রম সম্পর্কিত একটি নোটিশ জারি করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, ভারত সরকারের বিভিন্ন মন্ত্রনালয়, বিভাগ, স্বায়ত্তশাসিত সংস্থা এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য বিভাগের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সরকারের তরফে দেওয়াল ক্যালেন্ডার, ডেস্কটপ ক্যালেন্ডার, ডায়েরি, ফেস্টিভাল গ্রিটিংস কার্ড এবং এইরকম জিনিসপত্র আর ছাপানো হবে না।।
এই ধরণের সমস্ত উপকরণ যা এতদিন ধরে ছাপা হয়ে আসছে এবং যা অন্যান্য স্টেকহোল্ডারদের বিতরণের জন্য ম্যানুয়াল ফর্ম্যাটে ছাপানো হচ্ছে, এমন সমস্তকিছু এবার থেকে ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে করা হবে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারি মন্ত্রনালয়, বিভাগ এবং স্বায়ত্তশাসিত সংস্থাগুলি পুস্তিকা, প্যাম্ফলেট, ব্রোশিওর, ডায়েরি এবং ক্যালেন্ডারের মতো প্রচারের জন্য কয়েক কোটি টাকা ব্যয় করে থাকে।
করোনা আবহ এবং লকডাউনের জোড়া ধাক্কায় জিডিপি তলানিতে এসে ঠেকেছে৷ পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে, সরকারের দৈনন্দিন ক্রিয়াকলাপের ওপর যে খরচ হয়, তাতে রাশ টানার পাশাপাশি এ বার বার্ষিক উৎসব পালন সংক্রান্ত এই ক্যালেন্ডার এবং ডায়েরি ছাপানোর উপরেও কড়া নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র।
Post a Comment