গঙ্গাস্নানের জন্য গঙ্গায় যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতেই পেতে পারেন গঙ্গাস্নানের সমান পুণ্য, জপ করুন এই মন্ত্র
Odd বাংলা ডেস্ক: ভারতবর্ষ নদীমাতৃক দেশ। প্রাচীনকালে নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল মানব সভ্যতা। কিন্তু আজকের জীবনে নদীর কাছাকাছি থাকা মানুষ ছাড়া অন্যান্যদের নদীর সঙ্গে তেমন প্রত্যক্ষ যোগাযোগ নেই। ব্যস্ত জীবনে নদী-স্নান করা আর হয় কই? কিন্তু শাস্ত্রে নদীতে স্নান করা যে কতখানি পুণ্যের, সেকথা বলা রয়েছে। কিন্তু, বাড়িতেই স্নান করে আপনি গঙ্গা, যমুনা বা গোদাবরীর মতো নদীতে স্নানের পুণ্যলাভ করতে পারেন।
সনাতন ধর্ম অনুসারে, একটি মন্ত্র জপ করলেই মেলে এই পুণ্য। শাস্ত্রমতে জানা যায়, একটি মন্ত্র জপ করলে বাড়ির স্নানেই আপনি পাবেন গঙ্গার মতো নদীতে স্নানের পুণ্য। মন্ত্রটি হল-
গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী।
নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিনসন্নিদ্ধিম কুরু।।
এছাড়াও স্নানের সময় আর যে যে কাজ করলে পুণ্য অর্জন করা যায় তা হল- স্নানের সময় বরুণ দেবতার উদ্দেশে মন্ত্রোচ্চারণ করলে পুণ্য মেলে। এছাড়া আপনার কোনও ইষ্ট দেবতা বা দেবী থাকলে তাঁর মন্ত্র উচ্চারণেও পুণ্য মেলে। যদি মন্ত্র মনে না থাকে, তাহলে ভগবানের নাম জপ করুন নিষ্ঠা ভরে। পুণ্যার্জন হবে। এছড়া স্নানের জল বালতিতে ভরার পরে সেই জলে তর্জনী স্পর্শ করে ত্রিভুজ আঁকুন। তার মধ্যে 'হ্রীং' লিখুন। এরপরে ইষ্ট দেবতাকে স্মরণ করুন।
Post a Comment