'চিনা ব্যবসায়ীদের আইনি অধিকার খর্ব করছে ভারত', ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করায় গর্জে উঠল চিন!


Odd বাংলা ডেস্ক: বুধবার পাবজি-সহ ১১৮টি অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। আর কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে চিন। চিনা বাণিজ্যমন্ত্রক-এর তরফে জানানো হয়েছে ভারতের এই সিদ্ধান্ত চিনের ব্যবসায়ীদের আইনি অধিকার খর্ব করেছে। চিনা বাণিজ্য মন্ত্রকের মুখপাত্র গাও ফেং, ভারত সরকারের এই সিদ্ধান্ত সংশোধনের আর্জি জানিয়েছেন। তবে এর আগে ভারতের দু-বার করা ডিজিটাল স্ট্রাইকে কোনও আবেদনে কর্ণপাত করেনি ভারত, আর এবারও সেইরকমই করা হবে বলে করা হচ্ছে। 


অ্যাপস অ্যানালিটিক্স সংস্থা সেন্সরটওয়ার জানিয়েছে, পাবজি ডাউনলোডের ক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে, প্রায় ১৭৫ মিলিয়ন ইনস্টল হয়েছে, যা মোটের ২৪ শতাংশ। জুন মাসে বাইটড্যান্সের জনপ্রিয় ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক, টেনসেন্টের উই চ্যাট এবং আলিবাবার ইউসি ব্রাউজার-সহ ভারত ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল।

আজ গাও ফেং বলেছেন, ভারতের এই পদক্ষেপের জেরে চিনা ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির আইনি অধিকার খর্ব করা হয়েছে। অ্যাপ নিষিদ্ধ করে ভারত যে ভুল করেছে-তাও বুঝিয়ে দিতে চেয়েছে চিনা বাণিজ্যমন্ত্রক। ভারতের কাছে সেই ভুল শুধরে নেওয়ার আর্জিও জানিয়েছে চিন। প্রথম এবং দ্বিতীয় দফার অ্যাপ নিষিদ্ধ করার পরেও প্রায় একইভাবে প্রতিবাদ জানিয়েছিল শি জিবপিং সরকার। কিন্তু তাতে কেন্দ্র বিশেষ পাত্তা তো দেয়নি বরং আরও ১১৮টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে।

Blogger দ্বারা পরিচালিত.