পুজোর মুখেই খুলছে সিনেমা হল? সঠিক তথ্যটা কী জানুন


Odd বাংলা ডেস্ক:
করোনাকালে আরও স্বাভাবিকের পথে রাজ্য। ১ অক্টোবর থেকে খুলছে সিনেমা হল-সহ বিনোদন ক্ষেত্র। ট্যুইট করে জানালেন মুখ্যমন্ত্রী। ১ অক্টোবর থেকে যাত্রানুষ্ঠান, খেলাধুলাতেও ছাড়। পুজোর মাসে খুলছে ওপেন এয়ার থিয়েটার। শুরু হবে সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি ও ম্যাজিক শো। অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না। মানতে হবে দূরত্ব বিধি, পরতে হবে মাস্ক, জানিয়েছেন মমতা। লকডাউনের ফলে বন্ধ হয়েছিল সিনেমা হল৷ আনলক পর্ব শুরু হতেই ধীরে ধীরে খুলেছে অনেক ক্ষেত্র৷ শপিং মল, জিম এমন অনেক কিছুরই দরজা খুলেছে৷ তবে এখনও বন্ধ সিনেমা হল৷ বড়পর্দায় ছবি দেখার স্বাদ এখনও মিটছে না৷ দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ওটিটি প্ল্যাটফর্মেই ছবি দেখে মনকে সান্ত্বনা দিচ্ছেন সিনেমাপ্রেমীরা৷


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.