রাতের অন্ধকারে বাংলাদেশি তরুণীকে সীমান্ত পার করাচ্ছিলেন পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার



Odd বাংলা ডেস্ক: বাংলাদেশি এক তরুণীকে অবৈধভাবে সীমান্ত পার করানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভারতের এক সিভিক ভলান্টিয়ারকে। গতকাল বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তে হাকিমপুর চেকপোস্টের কাছে। ধৃতের নাম বিজয় কুমার সাহা। বাংলাদেশি তরুণী আয়না বিবিকেও গ্রেপ্তার করা হয়েছে।

 সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ওই দিন বিকেল ৫টার দিকে বছর পঁচিশের বাংলাদেশি তরুণীকে বর্ডার এলাকায় ঘুরতে দেখেন বিএসএফ জওয়ানরা। জেরা করতেই বেরিয়ে পড়ে সিভিক ভলান্টিয়ারের কাণ্ড!

বাংলাদেশের খুলনা জেলার তেরোখাদা গ্রামের বাসিন্দা আয়না বিবির অভিযোগের ভিত্তিতে স্বরূপনগর থানার সিভিক ভলান্টিয়ার বিজয় কুমার সাহাকে গ্রেপ্তার করে বিএসএফ। পাশাপাশি অবৈধভাবে নথিপত্র ছাড়াই ঘোরাঘুরি করার অভিযোগে আয়না বিবিকেও গ্রেপ্তার করে সীমান্ত রক্ষী বাহিনীর ১১২ নম্বর ব্যাটেলিয়ন।

ওই তরুণীর অভিযোগ, সিভিক ভলেন্টিয়ার পাঁচ হাজার টাকা নিয়ে সীমান্ত পার করার প্রতিশ্রুতি দেন। বিকেলে সিভিক ভলান্টিয়ার তাকে হাকিমপুর চেকপোস্টের সামনে ছেড়ে দেযন। তখনই হাতেনাতে ধরা পড়েন বাংলাদেশি তরুণী। তাকে জেরা করে বিএসএফ তথ্য পেলে সিভিক ভলান্টিয়ারকে ডেকে পাঠায়।

বিএসএফের জেরায় ওই সিভিক ভলান্টিয়ার স্বীকার করেন যে, টাকা নিয়ে বর্ডার পার করছিলেন তিনি। বাংলাদেশি তরুণী আয়না বিবি ও সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। আগামীকাল বৃহস্পতিবার তাদের দুজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।
Blogger দ্বারা পরিচালিত.