পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা অনুদান, বিদ্যুতে ছাড় ৫০%, খুশি উদ্যোক্তারা


Odd বাংলা ডেস্ক: হাতে মাত্র আর কয়েকটা দিন আর তারপরই বাঙালির প্রাণের পুজো দুর্গাপুজো। চলতি বছর করোনা আবহে দুর্গাপুজো হবে কি, হবে না তা নিয়ে সকলের মনেই প্রশ্ন ছিল তবে। করোনা বিধি মেনেই পুজো হবে বলে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেইসঙ্গে আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, প্রতিটি পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।

প্রসঙ্গত, গত বছর ২৫ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, তবে এবার তা বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, সবথেকে বেশি যেখানে খরচ হয় সেটা হল বিদ্যুৎ, সেই বিদ্যুতের ক্ষেত্রেও ৫০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিলে এই ছাড় পাওয়া যাবে। সেইসঙ্গে দমকলকে কোনও টাকা দিতে হবে না এবং পুরসভাকেও কোনও অতিরিক্ত কর দিতে হবে না। তবে প্রতিমা দর্শন এবং পুজো উদ্যোক্তাদের জন্য একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তা জানতে ক্লিক করুন এই লিঙ্কে-  করোনা আবহে বন্ধ পুজো কার্নিভাল, তৃতীয়া থেকে একাদশী পর্যন্ত করা যাবে প্যান্ডেল হপিং
Blogger দ্বারা পরিচালিত.