গত একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী সুস্থ হল দেশে, তবে কি এবার আশার আলো?


Odd বাংলা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা দেশে রেকর্ড সংখ্যক করোনা রোগী করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছে বলে খবর। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে গত একদিনে সারা দেশে ৯৫ হাজার ৮৮০ জন করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত সারা দেশে প্রায় ৪২ লক্ষ করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। সারা দেশে এখন সুস্থতার হার ৭৯.২৮ শতাংশে দাঁড়িয়ে।


পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৩৩৭ জন। যার ফলে সারা দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩,০৮,০১৪ জন। পাশাপাশি গত একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন দেশের ১ হাজার ২৪৭ জন মানুষ, যার ফলে মোট করোনায় প্রাণ হারিয়েছেন ৮৫ হাজার ৬১৯জন। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে যে, গত ২৪ ঘ্টায়  সারা দেশে ৮.৮১ লক্ষ মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। সুস্থতার সংখ্যা বাড়লেও গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে দৈনিক সংক্রমমের নিরিখে এক নম্বরে ভারত। এবং আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে অবস্থান করছে দেশ, ঠিক আমেরিকার পরেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.