টিকা আসার আগেই করোনায় মৃতের সংখ্যা ছাড়াতে পারে ২০ লক্ষ, সতর্ক করল WHO


Odd বাংলা ডেস্ক: করোনার থাবায় জর্জরিত গোটা বিশ্ব। করোনার কামড়ে ইতিমধ্যেই সারা বিশ্বে প্রাণ হারিয়েছেন প্রায় ১০ লক্ষ মানুষ। এ তো বলছে সরকারি হিসাব কিন্তু আদতে সংখ্যাটা এর থেকে আরও বেশি। করোনাকে কাবু করতে বিশ্বের তাবড় তাবড় দেশ ভ্যাকসিনের সন্ধানে মগ্ন। কিন্তু এখনও পর্যন্ত কোনও দেশে সফলভাবে করোনার ভ্যাকসিন উৎপাদন করতে সক্ষম হননি।  এরই মধ্যে আশঙ্কার কথা প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  হু জানিয়েছএ, করোনার ভ্যাকসিন আবিস্কার না হলে বিশ্বে মৃতের সংখ্যা ২০ লক্ষের গণ্ডি ছাড়াতে পারে। 


গত বছরের শেষ দিকে চিনের উহান প্রদেশে প্রথম করোনার ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। তারপর থেকে কেটে গিয়েছে ১০ মাস সময়। এর মধ্যে সারা বিশ্বে করোনায় ১০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। মৃতের নিরিখে শীর্ষস্থানে অবস্থান করছে আমেরিকা, সেখানে মৃত্যু হয়েছে ২ লক্ষেরও বেশি মানুষের। এরপরেই অবস্থান করছে ব্রাজিল। সেখানে মৃতের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজারের বেশি। আর মৃতের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৯৩ হাজারেরও বেশি মানুষের।  ঠিক যে হারে দেশে মৃতের সংখ্যা বাড়ছে তাতে করে আগামী সপ্তাহে অর্থাৎ অক্টোবরের শুরুতে দেশে মৃতের সংখ্যা ১ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। 

আর এই পরিস্থিতি থেকে বাঁচতে সকলকে একজোট হয়ে লড়াই করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর অবিলম্বে ভ্যাকসিন নিয়ে আসাটা জরুরী, আর তা না হলে মৃতের সংখ্যা ২০ লক্ষ ছাড়াতে বেশি সময় লাগবে না। 
Blogger দ্বারা পরিচালিত.