শ্বাসযন্ত্রের গায়ে গিজগিজ করছে করোনাভাইরাস, এই প্রথম তার ছবি প্রকাশ করল বিজ্ঞানীরা
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস সবার আগে আক্রমণ করে ফুসফুসকে। এতদিন সেকথা সকলেই শুনে এসেছেন। কিন্তু ফুসফুসকে কীভাবে আক্রমণ করে করোনা ভাইরাস। সম্প্রতি বিজ্ঞানীরা একাধিক ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা গিয়েছে, কীভাবে ফুসফুসকে আক্রমণ করছে করোনাভাইরাস। নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের চিলড্রেন্স রিসার্চ ইনস্টিটিউট-এর গবেষক ক্যামিলি এহর-এর গবেষণাগারে এই SARS-CoV2 জীবাণুর সংক্রমণের ছবি তুলেছেন এবং তা গ্রাফিক্যাল ব্যাখ্যা-সহ প্রকাশ করেছেন। সেইসব ছবিতে দেখা গিয়েছে, ফুসফুসের ভিতরে কীভাবে আক্রমণ করছে করোনাভাইরাস।
বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, এই প্রথমবার এত নিখুঁতভাবে ক্যামেরায় ধরা পড়েছে করোনার সংক্রমণের পথটি। উচ্চ-ক্ষমতাসম্পন্ন মাইক্রোস্কোপিক চিত্রগুলি মানবশরীরে শ্বাসযন্ত্রের উপরিভাগে প্রচুর পরিমাণে ভাইরাস কণা দেখা গিয়েছে,যা সমগ্র টিস্যুগুলিতে সংক্রমণ ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত, এবং এইভাবেই হয়তো এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস।
গবেষণায়, বিজ্ঞানীরা মানুষের ব্রঙ্কাইল এপিথেলিয়াল কোষে করোনাভাইরাস SARS-CoV2-এর বিস্তার অনুসন্ধান করেছিলেন, যা পরে তারা উচ্চ-ক্ষমতাসম্পন্ন স্ক্যানিং ইলেক্ট্রন মাইক্রোস্কোপি ব্যবহার করে ৯৬ ঘন্টা ধরে পরীক্ষা করেছিলেন। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত এই চিত্রগুলি বোঝার সুবিধার্থে বিভিন্ন রঙ করা হয়েছে। যেখানে স্পষ্ট দেখানো হয়েছে, ফুসফুসের বাইরের দিকে এপিথেলিয়াল কোষের গায়ে চুলের মতো লোমশ অংশে মিউকাস জাতীয় পদার্থ তৈরি করছে ভাইরাস। সেখানেই বাড়ছে এদের সংখ্যা।
প্রসঙ্গত, এই ছবি তৈরির নেপথ্যে গবেষকদের মূল উদ্দেশ্য ছিল মানবদেহে করোনাভাইরাসের গঠন এবং ঘনত্ব নির্ণয় করা এবং তাতে সফল হয়েছেন তাঁরা। এই ছবি দেখার পরে বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসের সংক্রমণের পদ্ধতির এটাই প্রথম এত স্পষ্ট ছবি পাওয়া গেল । এতে ভাইরাস প্রতিরোধকারী গবেষণা করতে আরও সুবিধা হবে।
Post a Comment