সুখবর, প্রাণীদের শরীরে ভারতের কোভ্যাক্সিন ট্রায়াল সফল হয়েছে, জানাল ভারত বায়োটেক


Odd বাংলা ডেস্ক: একদিকে অক্সফোর্ডের করোনা প্রতিষেধক নিয়ে যখন মানুষের মনে এক আশঙ্কা তৈরি করেছে, তার মধ্যে সুখবর দিল ভারত বায়োটেক। শুক্রবার ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি করোনা ভাইরাসের টিকা কোভ্যাক্সিন প্রাণীদের শরীরে সফলভাবে কাজ করেছে। গতকাল অ্যানিমেল ট্রায়ালের পর এমনটাই জানানো হয়েছে ভারত বায়োটেকের তরফে।

নিয়ম মেনে হিউম্যান ট্রায়ালের পাশাপাশি প্রাণীদের শরীরেও এই ভ্যাকসিনের ডোজ প্রয়োগ করা হয়েছিল। জানা গিয়েছে, মোট ২০টি রেসাস প্রজাতির বাঁদরকে ৪ ভাগে ভাগ করে এই টিকার একাধিক ডোজ দেওয়া হয়েছিল। আরও জানা গিয়েছে, একটি দলকে প্ল্যাসেবো সাপোর্টে রাখা হয়, অন্য তিনটি দলকে শূন্য থেকে ১৪ দিনের ব্যবধানে তিনটি ভিন্ন ডোজে টিকা দেওয়া হয়। টিকার ডোজ দেওয়ার তিন সপ্তাহের মধ্যে বাঁদরদের শরীরে ইমিউনোগ্লোবিউলিন অ্যান্ডিবডি তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যায়।


ভারত বায়োটেকের তরফে দাবি করা হয়েছে যে, তাঁদের সেই ট্রায়াল সফল হয়েছে। ট্রায়ালের রিপোর্টে বলা হয়েছে, বাঁদরদের শরীরে ভাইরাল স্ট্রেন ঢুকিয়ে তাদের সংক্রমিত করে টিকা প্রয়োগের ফলাফল লক্ষ্য করা হয়। টিকার ডোজ দেওয়ার পরে নির্দিষ্ট দিনের ব্যবধানে তাদের নাক, মুখ, গলা ও লিভার থেকে নেওয়া নমুনা পরীক্ষা করা হয়, আর সেখানে ভাইরাল স্ট্রেনের লেশমাত্র পাওয়া যায়নি। কাজেই এ থেকে নিশ্চিত হওয়া গিয়েছে যে, টিকা শরীরের মধ্যে প্রবেশ করে ভাইরাস প্রতিরোধকারী সুরক্ষা বলয় তৈরি করতে পেরেছে। আরও একটা ইতিবাচক দিক হল কোভ্যাক্সিনের ডোজে কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বাঁদরদের শরীরে।
Blogger দ্বারা পরিচালিত.