চিনের সরকারি ল্যাবেই তৈরি হয়েছে করোনাভাইরাস, রয়েছে প্রমাণও, দাবি করলেন চিনা ভাইরোলজিস্ট
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস নিয়ে উত্তাল গোটা বিশ্ব। ২০১৯ সালে চিনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সারা বিশ্বে কার্যত ত্রাসের সৃষ্টি করেছে। চিনের উহান প্রদেশে একটি ল্যাব থেকেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। পূর্বে এনিয়ে বিস্তর জল্পনা হলেও চিন সরকার তা মেনে নিতে নারাজ ছিল। আর এবার এক চিনা ভাইরোলজিস্ট ডাক্তার লি-মেং ইয়ান দাবি করেছেন যে, চিনের উহানেই একটি সরকারি পরীক্ষাগারেই করোনাভাইরাস তৈরি করা হয়েছিল এবং তাঁর এই দাবির সপক্ষে বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে বলে জানিয়েছেন ওই ভাইরোলজিস্ট।
চিনা সরকারের বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হয়ে ওঠা এই ভাইরোলজিস্ট-এর দাবি ঘিরে এখন উত্তাল বিশ্ব। তিনি দাবি করেছেন যে, করোনাভাইরাস তৈরি নিয়ে চিন সরকারকে সতর্কও করেছিলেন তিনি। কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি চিনের সরকারি আধিকারিকরা।
চিনের উহান প্রদেশের বাজার থেকে করোনা ভাইরাসের প্রথম হদিশ পাওয়া যায়। কিন্তু ভাইরোলজিস্ট ডাক্তার লি-মেং ইয়ান সেই দাবি উড়িয়ে দিয়েছেন এবং তিনি জানান যে, করোনাভাইরাস কখনওই প্রকৃতি থেকে উদ্ভূত হয়নি। এটি চিনের সরকারি ল্যাবেই তৈরি করা হয়েছে এবং এর গঠনগত বৈশিষ্ট্যও আলাদা। ভাইরাস যদি না-ই তৈরি করা হবে তাহলে শুধুমাত্র চিনে এর সূত্রপাত ঘটত না।
Post a Comment