উত্তরাখণ্ডে পর্যটকদের উৎসাহ বাড়ছে, এই উইকএন্ডে ৮০ শতাংশ হোটেলই বুকিং হয়ে গিয়েছে


Odd বাংলা ডেস্ক: লকডাউনের জেরে দেশের পর্যটন শিল্প কার্যত মুখ থুবড়ে পড়েছে। তেমনই দুরবস্থা তৈরি হয়েছে উত্তরাখণ্ডেও। আর সেই কারণে গত জুন মাস থেকে অর্থাৎ আনলক পর্যায়ে খুলে দেওয়া হয়েছিল উত্তরাখণ্ডের অধিকাংশ হোটেল। কিন্তু গত চারমাসে হোটেলগুলিতে তেমন বুকিং আসেনি। পর্যটকের দেখা মেলা ছিল ভার। কিন্তু সেপ্টেম্বর মাস থেকে সেই চিরাচরিত ছবিটার একটু হলেও পরিবর্তন এসেছে। 

চলতি সপ্তাহন্তে ২ অক্টোবর থেকে গান্ধী জয়ন্তীতে উত্তরাখণ্ডের ৮০ শতাংশ হোটেলের বুকিং হয়ে গিয়েছে। গত ২৩ সেপ্টেম্বর পর্যন্তও উত্তরাখণ্ডে বেড়াতে যেতে গেলে পর্যটকদের কোভিড রিপোর্ট জমা দিতে হচ্ছিল। যাঁদের কাছে রিপোর্ট নেই, তাঁদের বাধ্যতামূলকভাবে ৭ দিনের কোয়ারান্টিনে কাটাতে হচ্ছিল এবং হোটেলে অন্তত ২ রাতের বুকিং করাটা বাধ্যতামূলক ছিল। ফলে এত বিধিনিষেধ মেনে বেড়াতে আসতে চাইছিলেন না পর্যটকরা। 

কিন্তু গত মঙ্গলবার থেকে এই সব বিধিনিষেধ শিথিল করে দিয়েছে উত্তরাখণ্ড সরকার। আগামীদিনে সেখানে বেড়াতে হলে পর্যটকদের শুধুমাত্র দেরাদুন স্মার্ট সিটি সাইটে নিজেদের নাম ও তথ্য রেজিস্টার করতে হবে। এই পরিবর্তনের পর থেকেই বুকিং বাড়তে শুরু করেছে সেরাজ্যের ছোট-বড় বিভিন্ন হোটেলগুলিতে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.