আহ্লাদে আটখানা, খাবার দেখলেই দাঁত বের করে হাসে এই সারমেয়!
Odd বাংলা ডেস্ক: খাদ্য-বস্ত্র-বাসস্থান-এই তিনটি হল মানুষের মৌলিক চাহিদা। কিন্তু খাদ্য কি কেবলই মৌলিক চাহিদা? তার বেশি কিছুই নয়? এমনটা বললে হয়তো মিথ্যা বলা হবে। আমাদের ছোটবেলা থেকে বৃদ্ধ বয়স অবধি খাওয়া-দাওয়া কিন্তু একটা আবেগ। ঠাকুমার হাতের মালপোয়া, মায়ের হাতের কষা মাংস ইত্যাদি নানা খাবার কিন্তু আমাদের কাছে চিরদিনের আবেগ। খাওয়া-দাওয়া নিয়ে এক্সপেরিমেন্টও চলে নিরন্তর। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি সারমেয়র অবাক করা কীর্তি! জানেন কী করেছে সে?
জাপানের টোকিওর বাসিন্দা উনি-চারপেয়ে সারমেয়, যার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা ৯৯.৪ হাজার। শিবা ইনু প্রজাতির এই সারমেয়টি জাপানে খুবই জনপ্রিয়। তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। সারমেয়টির বয়স মাত্র কয়েক মাস। সবথেকে মজার বিষয় হল, তার সামনে খাবার আনা হলে অমায়িক হাসি হাসে এই সারমেয়টি। তা সে নুডলস হোক, বা স্প্যাগেটি বা চা বা অন্য যেকোনও খাবার। আর তার এই কাণ্ডকারখানাই কার্যত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Post a Comment