ঘাটে তর্পন বন্ধ! মহালয়ার সকালে খুলবে না দক্ষিণেশ্বর মন্দিরও



Odd বাংলা ডেস্ক: করোনা জাঁকিয়ে বসেছে শহরে। প্রতি পদে মানতে হচ্ছে ,সুরক্ষাবিধি। নিউ নর্মালে তাই এবার কোপ দক্ষিণেশ্বরে তর্পনেও। এবার আর মহালয়ার সকালের চেনা ছবিটাও দেখা যাবে না। তর্পন করতে দক্ষিণেশ্বরের ঘাটে জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। মহালয়ার সকালে বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দিরও। প্রতিবারের মতো তর্পণ সেরে দর্শনার্থীরা মন্দিরে দেবীমূর্তির দর্শন পাবেন না। যদিও মন্দির খুলবে। 

তবে দেরি করে। মহালয়ার দিন মন্দির খুলবে দুপুর তিনটেয়। মন্দির খোলা থাকবে সন্ধে সাড়ে আটটা পর্যন্ত। দক্ষিণেশ্বর খোলার পরেই যে ভাবে ভীড় বাড়ছে তাই ভয় দেখাচ্ছে মন্দির কর্তৃপক্ষকে। বিশেষত মহালয়ার দিনে প্রতিবছরের মতো ভীড় হলে সংক্রমণ ছড়াতে পারে, মনে করছে মন্দির কর্তৃপক্ষ। সেই কারণেই ঘাটে নামা বা মন্দিরে ঢোকা যাবে না সেদিন সকালে।
Blogger দ্বারা পরিচালিত.