হোয়াটসঅ্যাপে 'ড্রাগ চ্যাট'-এর কথা স্বীকার করলেন দীপিকা, কোনওদিনও মাদক সেবন করেননি বললেন শ্রদ্ধা

Odd বাংলা ডেস্ক: হোয়াটসঅ্যাপে মাদক বিষয়ে কথা বলার প্রমাণ পাওয়ার পর নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন বলিউডের প্রথম সারির হেভিওয়েট অভিনেত্রী দীপিকা পাডুকোন। কেডব্লুএএন-এ কর্মরত দীপিকার ম্যানেজার করীশ্মা প্রকাশের সঙ্গে মাদক সংক্রান্ত একটি চ্যাট একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়ার পর থেকে কার্যত হইচই শুরু হয়েছে বলিউডে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য ধামাচাপা পড়ে গিয়ে, এখন সংবাদ শিরোনামে বলিউডের মাদকচক্র। 

সূত্রের খবর, আজ এনসিবির জিজ্ঞাসাবাদে যোগ দিতে এসে করীশ্মা প্রকাশের সঙ্গে ড্রাগ নিয়ে কথোপকথনের কথা স্বীকার করে নিয়েছেন দীপিকা পাডুকোন। তবে দীপিকার উত্তরে সন্তুষ্ট হয়নি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। প্রসঙ্গত, এই নিয়ে আগেই করিশ্মাকে জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। জেরায় করিশ্মা জানিয়েছে 'হ্যাশ ড্রাগ নয়।'

আরও পড়ুন- অ্যাংজাইটির কারণে প্যানিক অ্যাটাক হয় দীপিকার, NCB-র তদন্ত চলাকালীন তাই পাশে থাকতে চান রণবীর?

অন্যদিকে ড্রাগ চ্যাটের অভিযোগের পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের সঙ্গে পার্টিতে যাওয়ার কথাও মেনে নিয়েছেন শ্রদ্ধা কাপুর। তবে সংবাদমাধ্যম থেকে পাওয়া সূত্র থেকে জানা যাচ্ছে যে, দীপিকা এবং শ্রদ্ধা দুজনেই দাবি করেছেন যে, তাঁরা কোনওদিনই মাদক সেবন করেননি। 

ভাইরাল হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা গিয়েছে 'কে' নামক এক ব্যক্তিকে 'ডি' নামক এক ব্যক্তি প্রশ্ন করছেন 'মাল আছে কি?' সম্প্রতি কয়েক জন বলি-তারকার হোয়াটস্‌অ্যাপ চ্যাট এনসিবি-র হাতে আসে। সেখানে 'ডি' এবং 'কে' আদ্যাক্ষরের দু'টি নামের কথা জানা যায়। মাদক প্রসঙ্গে তাঁদের মধ্যে একাধিক বার কথা চালাচালি হয়েছে বলে দাবি করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। এর পরেই হইচই শুরু হয়ে যায় যে, কে এই 'ডি' আর 'কে'? 

আর এরপরই বলিউডের একাংশ দাবি করে, 'ডি' আসলে দীপিকা পাডুকোন। আর 'কে' হচ্ছেন করিশ্মা প্রকাশ। কওয়ান ট্যালেন্ট ম্যানেজমন্ট এজেন্সি-তে কাজ করেন করিশ্মা, আর সেই সূত্রেই দীপিকার সঙ্গে তাঁর কথা হত, কারণ মন্টেনার ওই সংস্থায় দীপিকার ম্যানেজার ছিলেন করিশ্মা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.