দ্বিতীয় দফায় আমেরিকার কাছ থেকে ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কেনার সিদ্ধান্ত ভারতের
Odd বাংলা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কেনার পথে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। যার জন্য ভারতের খরচ হবে আনুমানিক ৭৮০ কোটি টাকা। দ্বিতীয় দফার সিগ সওয়ার রাইফেল সংগ্রহের কথা প্রতিরক্ষা মন্ত্রকের তরফেই ঘোষণা করা হয়েছে।
এর আগে অ্যাসল্ট রাইফেলের ঘাটতি পূরণ করতে প্রথম দফায় ৭২ হাজার ৪০০ সিগ সওয়ার রাইফেল আনা হয়েছিল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। আর দ্বিতীটয় দফায় আরও ৭২ হাজার অ্যাসল্ট আনারল কথা ভাবা হয়েছে। প্রসঙ্গত, পূর্ব লাদাখে অবস্থানরত চিনা ফৌজের সঙ্গে জোড়াল সংঘাতের পরিপ্রেক্ষিতেই তড়াঘড়ি দ্বিতীয় দফায় রাইফেলের অর্ডার দিল ভারত।
তবে কেবল রাইফেলই নয়। আমেরিকার কাছ থেকে অন্যান্য যুদ্ধ সরঞ্জাম কেনারও ছাড়পত্র মিলেছে। যেখানে ৭৮০ কোটি টাকার রাইফেল নিয়ে মোট ২ হাজার ২৯০ কোটি টাকার সামরিক অস্ত্রসস্ত্র কেনার প্রস্তাবে সিলমোহর দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এদিন ডিফেন্স অ্যাক্যুইজিশান কাউন্সিল -এর বৈঠকে অস্ত্র কেনার বিষয়টি স্থির করা গয়েছে।
Post a Comment