বাড়িতে চড়াই পাখির আগমন ঘটছে? ওদের বাড়ি থেকে তাড়াবেন না, ওরাই বয়ে আনবে সৌভাগ্য
Odd বাংলা ডেস্ক: আজকাল চড়াই পাখির দেখা মেলা ভার। আগেকার দিনে দুপুরবেলায় বারান্দায় বা উঠোনে চড়াইপাখি এসে কিচিরমিচির করত। কিন্তু আজকাল চড়াইপাখি দেখা মিললেও তা সংখ্যায় খুব কম। কিন্তু তা সত্ত্বেও কি চড়াই পাখি আপনার বাড়িতে এসে বাসা বাধছে? বৈদিক বাস্তুশাস্ত্র মতে, এই সময়ে চড়াই পাখিকে আশ্রয় দিলে, তা বেশ কিছু অশুভ ঘটনা থেকে বাঁচাতে পারে আপনাকে, এমনকি এ হাত ধরে শুরু হতে পারে সমৃদ্ধির সূচনা। এই বিষয়ে বাস্তুমতে কী বলা হয়েছে, দেখে নিন-
- ঘরে চড়াই পাখীদের আশ্রয় দিলে তা নেগেটিভ এনার্জিকে প্রতিহত করে। চড়াই পাখির প্রাণচাঞ্চল্যভাব অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করে।
- চড়াইকে আশ্রয়দান করলে হৃত সম্পর্ক পুনরুদ্ধার হয়। হারানো প্রেম জোড়া লাগে। দাম্পত্য জীবনে অশান্তি দূর হয়।
- বাস্তুমতে, বাড়িতে চড়াইয়ের বাসা আত্মিক উন্নতিতে সহায়তা করে।
- সংগ্রাহক পাখি চড়াইকে ঘরে আশ্রয় দিলে সমৃদ্ধি সূচিত হয়।
- গৃহে চড়াই পাখির অবস্থান সার্বিক স্বাস্থ্য ও পারিবারের সকলের মানসিক শান্তিও সূচিত করে, এমনটাই জানায় বৈদিক বাস্তুশাস্ত্র।
Post a Comment