জানেন কি, এই দুই রাশির ওপর সর্বদা কৃপাদৃষ্টি বজায় রাখেন শনিদেব
Odd বাংলা ডেস্ক: জ্যোতিষশাস্ত্রে যে ১২টি রাশি রয়েছে, তাদের প্রত্যেকেরই নিজস্ব অধিপতি গ্রহ থাকে। কেবল মকর এবং কুম্ভের অধিপতি হলেন শনি দেব। উজ্জয়নের জ্যোতিষ পণ্ডিত মনীষ শর্মাকে উদ্ধৃত করে একটি সর্বভারতীয় হিন্দি দৈনিক দাবি করেছে যে, মকর এবং কুম্ভের উপরই বিশেষ কৃপা করেন শনি দেব।
মকর এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কুণ্ডলীতে যদি শনি গ্রহের অবস্থান শুভ থাকে, তাহলে তাঁদের ভাগ্য বদলে যেতে পারে।
এই দুই রাশির জাতক-জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয়, দেখে নিন একঝলকে-
মকর রাশি
- এই রাশির জাতক-জাতিকারা বিলাসবহুল জিনিস ব্যবহার করতে পছন্দ করেন।
- এঁরা ঈশ্বরবিশ্বাসী হন, ভাগ্যের প্রতিও এঁদের অগাধ ভরসা।
- এঁরা সাধারণত গম্ভীর স্বভাবের হন, সহজে কারও সঙ্গে বন্ধুত্ব করতে চান না।
আরও পড়ুন-শনিবার ভুলেও এই ৫ টি খাবার খাবেন না
কুম্ভ রাশি
- কুম্ভ রাশির জাতক-জাতিকারা বুদ্ধিমান হওয়ার পাশাপাশি ব্যবহারও ভাল হয়। স্বাধীনভাবে বাঁচতে পছন্দ করেন।
- এঁরা সাহিত্য, কলা, সঙ্গীত এবং দান-ধ্যান করতে পছন্দ করেন।
- এঁরা খুব সহজেই সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারেন।
Post a Comment