STATE BANK-এ অ্যাকাউন্ট আছে? তাহলে অবশ্যই এটা জানুন



Odd বাংলা ডেস্ক: স্টেট ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং পোর্টাল থেকে একাধিক সুবিধা পেয়ে থাকেন গ্রাহকরা ৷ অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করার পাশাপাশি, ফান্ড ট্রান্সফার, নতুন চেকবুকের জন্য আবেদন, ডেবিট কার্ডের জন্য আবেদনের মতো কাজ বাড়িতে বসেই করতে পারেন গ্রাহকরা ৷ তবে এর জন্য ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ইউজার নেম ও পাসওয়ার্ড থাকা অত্যন্ত জরুরি ৷ এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিং এই পরিষেবা আপনাকে বাড়ি থেকেই ব্যাঙ্কিং লেনদেনের সুবিধা দিয়ে থাকে ৷ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি যে কোনও জায়গা থেকে যে কোনও সময় টাকা লেনদেন করতে পারবেন ৷ স্টেট ব্যাঙ্কের তরফে ট্যুইট করে জানানো হয়েছে যে গ্রাহকরা বাড়িতে বসে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে মোট ৮টি কাজ করতে পারবেন ৷ টাকা লেনদেনের পাশাপাশি এটিএম কার্ডের জন্য আবেদন করা, ডিপোজিট অ্যাকাউন্ট সংক্রান্ত কাজ, বিল পেমেন্ট, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, চেকবুকের জন্য আবেদন, ইউপিআই শুরু ও বন্ধ করা, ট্যাক্স পেমেন্ট করার সুবিধা মিলবে ৷

নেট ব্যাঙ্কিং শুরু করার আগে গ্রাহকদের ব্রাঞ্চে যেতে হবে ৷ একটি নির্দিষ্ট ফর্ম ফিলআপ করার পর এই পরিষেবা চালু করা হবে ৷ তবে তার আগে একটি প্রিপেড কিট দেওয়া হবে আপনাকে ৷ কিন্তু ব্যাঙ্কের শাখায় যাওয়ার সময় না হলে বাড়ি থেকে বসে নেট ব্যাঙ্কিং সুবিধার জন্য রেজিস্টার করতে পারবেন ৷ এর জন্য কী করতে হবে দেখে নিন ..... 

>>SBI নেট ব্যাঙ্কিং হোমপেজ onlinesbi.com-এ যেতে হবে >>এরপর “New User Registration/Activation” ক্লিক করতে হবে >>অ্যাকাউন্ট নম্বর, CIF নম্বর, ব্রাঞ্চ কোড, দেশ, রেজিস্টার্ড মোবাইল নম্বর-সহ জরুরি তথ্য দিয়ে “submit” বাটনে ক্লিক করুন >>এরপর আপনার রেজিস্টার্ড নম্বরে ওটিপি চলে আসবে >>টেমপোরারি ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুরো করে সাবমিট বাটনে ক্লিক করুন >>টেমপোরারি ইজার নেম ও পাসওয়ার্ডের সঙ্গে লগইন করুন ৷ এরপর আপনার ইচ্ছে অনুযায়ী একটি ইউজার নেম ও পাসওয়ার্ড বানিয়ে নিন যেটা এবার থেকে পার্মানেন্ট থাকবে ৷
Blogger দ্বারা পরিচালিত.