আপনার কি একটার বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ড আছে? পড়তে পারেন বিপদে
Odd বাংলা ডেস্ক: আপনিও কি কারণের জেরে একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট (Multiple Bank Account) খুলে রেখেছেন ? তাহলে এবার পড়তে হতে পারে সমস্যায় ৷ তাই কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার না করলে সেটি বন্ধ করে দিন ৷ না হলে, এই কারণের জেরে আয়কর বিভাগের রেডারে আসতে পারেন আপনিও ৷ দেখে নিন কেন এরকম ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে নজরে রেখেছে আয়কর বিভাগ ৷ আয়কর বিভাগের তরফে মনে করা হয় যে আপনি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট কালো টাকা সাদা করার জন্য খুলে রেখেছেন ৷
দেশে এরকম কোনও আইন নেই যেখানে একজন ব্যক্তিকে একাধিক অ্যাকাউন্ট খোলা থেকে আটকানো যেতে পারে ৷ কিন্তু আয়কর বিভাগ এরকম লোকেদের জন্য সমস্যা তৈরি করতে পারে ৷ আয়কর বিভাগের ভাবনা চিন্তা সম্পূর্ণ আলাদা ৷ কেউ যদি একাধিক অ্যাকাউন্ট খোলে তাহলে তাদের মনে প্রথম প্রশ্ন ওঠে যে সেটি ডামি অ্যাকাউন্ট কিনা ৷ সেটি কোনও জাল সংস্থার সঙ্গে জড়িত কিনা ৷ এই অ্যাকাউন্টের মাধ্যমে কালো টাকা সাদা করা হচ্ছে কিনা ৷ ব্যাঙ্কের তরফে আয়কর বিভাগকে নিয়মিত তথ্য দেওয়া হচ্ছে ৷
কোনও ব্যক্তি বড় অঙ্কের টাকা রাখলে ব্যাঙ্কের তরফে তৎক্ষণাত আয়কর বিভাগকে জানানো হচ্ছে ৷ শুধু তাই নয়, একটি প্যান নম্বরে কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে তারও তথ্যও একটি ক্লিকের মাধ্যমে জানা যাবে ৷ একই ব্যক্তি আলাদা আলাদা শহরে একাধিক অ্যাকাউন্ট খুললে স্বাভাবিক ভাবে তাকে সন্দেহের চোখে দেখা হবে ৷ যখন সেন্ট্রালাইজড ব্যাঙ্কিং ছিল না তখন এটা হয়েই থাকত ৷
Post a Comment