নিজের মায়ের সন্তান প্রসব করিয়েছিলেন, চলে গেলেন ভারতীয় জনপ্রিয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ



Odd বাংলা ডেস্ক: জনপ্রিয় গাইনোকোলজিস্ট ডঃ অ্যানি জনের মৃত্যু হল ৯৯ বছর বয়সে । নিজের মায়ের ১১তম সন্তানের জন্ম তাঁর হাত ধরেই । মায়ের ডেলিভারি নিজের হাতেই করেছিলেন অ্যানি । ত্রিশূরের চালাকুড্ডিতে এ দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অ্যানি । অ্যানি ছিলেন তাঁর বাবা-মা আব্রাহাম আর চার্চির প্রথম সন্তান । অরনাকুলাম জেলার ভেপিনে জন্ম হয় তাঁর । অ্যানি যখন জন্মান, তখন তাঁর মা চার্চির বয়স মাত্র ১৬ বছর। চার্চি তাঁর শেষ সন্তানের জন্ম দেন তাঁর ৪৬ বছর বয়সে । 

জন চেরাইয়ের রাম বর্মা ইউনিয়ন হাই স্কুলে পড়তেন । স্কুলের পাঠ শেষ করে প্রথমে মাহারাজা কলেজ তারপর স্ট্যানলি মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা শেষ করেন অ্যানি । ১৯৫৬ সালে ডঃ ওসি জন’কে বিয়ে করেন অ্যানি । সেটা ১৯৫৬ সাল । তাঁরা দু’জনেই এরনাকুলাম জেলা হাসপাতালে প্র্যাকটিস করতেন । এরপর তাঁরা দু’জন চালাকুডি এলাকায় নিজেদের হাসপাতাল তৈরি করেন । অ্যানি গরীব মেয়েদের বিনামূল্যে নার্সিং ট্রেনিং দিতে শুরু করেন । গাড়ির লাইসেন্স পান ৬৯ বছর বয়সে । তাঁর চরিত্র এমনকি ফুটে উঠেছিল সিনেমার পর্দাতেও । ১৯৯০-এর একটি ছবিতে তাঁর মতোই একটি চরিত্র রাখা হয়েছিল, সেই চরিত্রের নাম ছিল ‘আমারাম’ ।
Blogger দ্বারা পরিচালিত.