করোনা আক্রান্ত বেলুর মঠের ৫৪ সন্ন্যাসী ও ১৬ জন কর্মী, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল মঠের দরজা


Odd বাংলা ডেস্ক: করোনা সংক্রমণের জেরে পুনরায় বন্ধ করে দেওয়া হল বেলুড় মঠ, তবে এবার অনির্দিষ্টকালের জন্য। আজ অর্থাৎ সোমবার থেকে সাধারণ মানুষের জন্য বেলুর মঠে প্রবেশ নিষেধ করা হয়েছে। সূত্রের খবর, বেলুর মঠের ৫৪ জন সন্ন্যাসী এবং ১৬ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, এতজনের করোনা আক্রান্তের ঘটনার জেরে মন্দির কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


বেলুর মঠের মধ্যেই একটি ভবনে তৈরি করা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার। আক্রান্তদের সেখানেই রাখা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, রাজ্যের মধ্যে করোনা আতঙ্কে সবার প্রথম মন্দির বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল বেলুর মঠ কর্তৃপক্ষই। এরপর একাধিক কড়া বিধিনিষেধ-এর মধ্যে গত ১৫ জুন ফের খুলে দেওয়া হয় মন্দির। এরপর ফের একবার বন্ধ করা হয় এবং খোলাও হয়, তবে আজ থেকে তা আরও একবার বন্ধ করা হল অনির্দিষ্টকালের জন্য। সাধারণের সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মঠ কর্তৃপক্ষ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.