ফেসশিল্ড কখনওই করোনা আটকাতে পারে না, জানাল জাপানের সুপার কম্পিউটার


Odd বাংলা ডেস্ক:  করোনা মোকাবিলায় ফেস মাস্কের সঙ্গে সঙ্গে ফেসশিল্ড পরেও বেরোচ্ছেন অনেকে। কিন্তু ফেস শিল্পগুলি করোনা মোকাবিলায় মোটেও কার্যকর নয়। সম্প্রতি এমনটাই জানাল জাপানের একটি সুপার কম্পিউটার। এর সাম্প্রতিক সিমুলেশনটি দেখিয়েছে যে, শ্বাসযন্ত্রের অ্যারোসোলগুলি আটকে দেওয়ার ক্ষেত্রে প্লাস্টিকের ফেসশিল্ড মোটেও সহায়ক হয় না, এইভাবে কখনওই করোনাভাইরাসকে প্রতিরোধ করা যায় না। আর এই ফেসশিল্ডের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে এই সুপার কম্পিউটার।

বিশ্বের দ্রুততম কম্পিউটার কম্পিউটার ফুগাকু-র মতে, ৫ মাইক্রোমিটারের চেয়ে ছোট বায়ুবাহিত ড্রপলেটগুলির প্রায় ১০০ শতাংশই প্লাস্টিকের ফেসশিল্ড ভেদ করে ছড়িয়ে পড়তে সক্ষম হয়েছিল। অথচ বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত মানুষরা প্রতিনিয়ত এই ধরণের ফেসশিল্ড পরছেন। এইসব ফেসশিল্ডের মধ্যে দিয়ে সহজেই ঢুকে যেতে পারে করোনা ভাইরাস। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.