সোশ্যাল মিডিয়ায় ঘৃণা এবং হিংসা ছড়ানোর দায়ে বিজেপি বিধায়ককে ব্যান করল ফেসবুক


Odd বাংলা ডেস্ক: ঘৃণামুলক বার্তা ছড়ানো নিয়ে কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন মহলে চাপের মুখে পড়েছে ফেসবুক, আর এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল ফেসবুক। ব্যান করা হল বিজেপি বিধায়ক টি রাজা সিং-এর প্রোফাইল। তাঁর পোস্ট করা কনটেন্টের মাধ্যমে হিংসা এবং ঘৃণা ছড়ানোর অভিযোগে ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে ব্যান করে দেওয়া হয়েছে তাঁকে।

ইমেইল মারফত তাঁকে জানানো হয় যে, ফেসবুকের নিয়ম লঙ্ঘন কারণে তাঁকে ব্যান করা হয়েছে। ফেসবুক প্লাটফর্মে যাঁরা হিংসা ও ঘৃণা ছড়াবেন তাঁদের ব্যান করাই নীতি। 
প্রসঙ্গত, ফেসবুককে হাতিয়ার তরে রাজনৈতিক ফায়দা নেওয়ার বিতর্কে এখন উত্তপ্ত ভারতীয় রাজনীতি। সেই বিতর্ক আরও জোড়াল হয় বুধবার৷ বিরোধী শিবিরের তরফে আগেই অভিযোগ তোলা হয়েছিল যে, বিজেপির হয়ে রাজনৈতিক প্রচারের কাজ চালাচ্ছে ফেসবুক৷ এ নিয়েই ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গকে চিঠি লেখেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন৷ এ দিন তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই ইস্যুতেই সোচ্চার হয়েছিলেন বিরোধী সাংসদরা৷ ফেসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহনকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন শাসক-বিরোধী দু-পক্ষের সাংসদরাই! যদিও অজিতের দাবি, ফেসবুক কোনও দেশেই পক্ষপাতিত্ব করে না।
Blogger দ্বারা পরিচালিত.