সোশ্যাল মিডিয়াতে আসানসোল পৌর নিগমের বিকৃত ছবির প্রচার, গ্রেফতার অভিযুক্ত


Odd বাংলা ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঙালিদের উস্কে দেওয়ার একটা চেষ্টা চলছে। তারই অঙ্গ হিসেবে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছিল। 


ঘটনায় এক অভিযুক্ত ফটো এডিটিং  সফটওয়্যারকে কাজে লাগিয়ে আসানসোল পুরনিগমের মূল ফটোকের বিকৃত ছবি প্রচার করে। ওপরে ‌ইংরেজি, মাঝে উর্দু, শেষে হিন্দি। বাংলার কোনও স্থান নেই। আসানসোল পুরনিগমের সাইনবোর্ডের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের সূত্রপাত। ঝোপ বুঝে কোপ মারার মতো আওয়াজ চড়াতে থাকে বিজেপি–ও। ছবি শেয়ার করে বিতর্ক বাড়ান বিজেপি–র রাজ্য মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারিও। প্রচার করা হয় তৃণমূল–চালিত আসানসোল পুরনিগমে বাংলা ভাষা উপেক্ষিত।


 বাপ্পা চট্টোপাধ্যায় নামে এক বিজেপি কর্মী সেই ছবি ‘‌বাংলাপক্ষ’‌–র ফেসবুকে পেজে পোস্ট করে উত্তেজনার পারদ আরও তোলার চেষ্টা করেন। তখনই ঝোলা থেকে বেড়াল বেরিয়ে পড়ে। আসানসোলের বাসিন্দারাই পুরনিগমের মূল ভবনের ফটকের সম্পূর্ণ ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। দেখা যায়, পুরনিগমের মূল ভবনের গায়ে বাংলার বড় বড় হরফে ‘‌আসানসোল পুরনিগম’‌ সাইনবোর্ডটি রয়েছেই। আর তার ঠিক নীচেই রয়েছে ইংরেজি, উর্দু ও হিন্দু ভাষার বোর্ডটি। অর্থাৎ বিতর্কিত ছবিটি এমন ভাবে দেখানো হয়েছে যাতে বাংলা বোর্ডটা চোখেই না পড়ে। সাইবার বিশেষজ্ঞদের মতে, ছবিটি ক্রপ করে বা কেটে দেখানো হয়েছে।



ঘটনার কথা জানতে পেরে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন আসানসোল পুরনিগমের মেয়র জীতেন্দ্র তিওয়ারি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে শুক্রবার রাতে এক টুইটে জানায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ।
Blogger দ্বারা পরিচালিত.