অস্বাভাবিকভাবে মৃত্যু হল ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের, শৌচাগার থেকে উদ্ধার দেহ
Odd বাংলা ডেস্ক: নয়ের দশকের বিখ্যাত বাঙালি ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের অস্বাভাবিক মৃত্যুতে ফের ফ্যাশন জগতে এক নক্ষত্রপতন ঘটল। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
'আমি সর্বশেষ আমার মাকে বুধবার দেখেছি। গোটা বৃহস্পতিবার তাঁর সঙ্গে আমার দেখা হয়নি। আমি ভেবেছিলাম মা হয়তো ব্যস্ত এবং কাজের জন্য বাইরে গিয়েছেন। আর এমনটা অস্বাভাবিক কিছু নয়। আমরা দুজনেই এতটাই ব্যস্ত থাকি যে আমরা প্রতিদিন দেখা করতে পারি না'- এমনটাই জানিয়েছেন শর্বরী দত্তের পুত্র অমলিন দত্ত বলেছিলেন। অমলিন নিজে একজন ফ্যাশন ডিজাইনার।
বৃহস্পতিবার তাঁকে আর ফোনে পাওয়া যায়নি বলেও খবর পরিবারসূত্রে। তবে তাঁর কোনও বড় রকমের শারীরিক অসুস্থতা ছিল না বলেও খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শৌচাগারে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন তিনি। তবে অস্বাভাবিক মৃত্যুতে মামলা রুজু করেছে পুলিশ। আজ তাঁর মরদেহের ময়না তদন্ত করা হবে।
Post a Comment