আরবের ইতিহাসে এই প্রথম, বিচারপতি হিসেবে নিয়োগ করা হল নারীকে
Odd বাংলা ডেস্ক: কুয়েতের ইতিহাসে প্রথমবারের মতো আটজন নারী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। গত সপ্তাহে দেশটির অ্যাটর্নি জেনারেল দিরার আল আসৌসি এই নারীদের পদোন্নতির অনুমোদন দেন।
কুয়েত সুপ্রিম কোর্টে ৫৪ জন নতুন বিচারপতির নিয়োগ দিয়েছেন। এদের মধ্যেই ৮ জন নারী রয়েছেন। তবে দেশটির এ পদক্ষেপকে অনেকেই স্বাগত জানায়নি।
কুয়েতের পার্লামেন্টের স্পিকার মারজৌক আলি আল ঘনিম বলেন, বিচার বিভাগের প্ল্যাটফর্মে কুয়েতি মহিলাদের উত্থান দীর্ঘ প্রতীক্ষিত একটি অধিকার। এর মাধ্যমে কুয়েতের মহিলাদের পদযাত্রায় একধাপ এগিয়ে গেলো।
নারীদের অধিকার নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন কুয়েত উইমেন্স অ্যান্ড সোশ্যাল কালচারাল সোসাইটির প্রধান লুলওয়া সালেহ আল মুল্লা বলেন, বিচারপতি হিসেবে নারীদের নিয়োগ আমাদের কাছে বড় জয়। পুরুষের তুলনায় নারীরা যে কোনো অংশে পিছিয়ে নেই এবার সেটি প্রমাণ হবে বলে আশা করছি আমরা।
তিনি আরো বলেন, নারীদের এই নিয়োগ অত্যন্ত হৃদয়গ্রাহী। আমরা বিশ্বাস করি এই পদক্ষেপের মাধ্যমে আমরা উন্নত দেশগুলোর তালিকার দিকে এগিয়ে চলেছি।
কুয়েতের সুপ্রিম জুডিশিয়াল পরিষদের চেয়ারম্যান ইউসেফ আল মাতাওয়া জানিয়েছেন, নারী বিচারপতি হিসেবে যারা শপথ নিয়েছেন তাদের কাজের মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। কতদিনের মেয়াদে ৮ নারীকে বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।
Post a Comment