রাজ্যে চালু হল পুরোহিতভাতা, প্রাথমিকভাবে অর্থ পাবেন ৮০০০ পূজারী


Odd বাংলা ডেস্ক: রাজ্যে এবার পুরোহিত ভাতা শুরু করল মমতা সরকার। পুরোহিতরা মাসে ১০০০ টাকা করে পাবেন, তাছাড়া বাংলা আবাস যোজনায় রাজ্যের দুঃস্থ পুরোহিতরা বাড়িও পাবেন। আগামী অক্টোবর মাস থেকেই মিলবে এই ভাতা। 

প্রাথমিকভাবে ৮০০০ পুরোহিতকে এই ভাতা দেওয়া হবে এবং সেই তালিকাও প্রস্তুত করা হচ্ছে। প্রসঙ্গত এর আগে ওয়াকফ বোর্ডের মাধ্যমে ইমাম এবং মোয়াজ্জেনদের মাসিক ভাতা চালু করেছিল রাজ্য সরকার। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে অনেকে এমন অভিযোগ তুলতে পারেন যে, রাজ্য কেবল এক বিশেষ সম্প্রদায়ের প্রতিই পক্ষপাত করছে। আর সেই কারণেই হয়তো নির্বাচনের পূর্বে পুরোহিত ভাতা চালু করা হল এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকের একাংশ। 

পাশাপাশি মুখ্যমন্ত্রী সোমবার দলিত সাহিত্য প্রসারে নয়া দলিত সাহিত্য অ্যাকাডেমি গঠন, রাজ্যের হিন্দি অ্যাকাডেমির পুনর্গঠন এবং মতুয়া উন্নয়ন পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন। হিন্দি অ্যাকাডেমির নতুন চেয়ারম্যান হলেন প্রাক্তন সাংসদ বিবেক গুপ্তা। দলিত সাহিত্য অ্যাকাডেমির চেয়ারম্যান করা হয়েছে মনোরঞ্জন ব্যাপারীকে।
Blogger দ্বারা পরিচালিত.