বিল মেটাতে অক্ষম দলিত পরিবারকে সন্তান বিক্রি করতে বাধ্য করল হাসপাতাল! অবশেষে তৎপর প্রশাসন


Odd বাংলা ডেস্ক: সন্তান প্রসবনের পর হাসপাতালের বিল মেটাতে পারেননি এক অভাবী দলিত পরিবার। আর সেই কারণ হাসপাতালের চাপে নিজেদের একরত্তি সদ্যজাতকে বিক্রি করে দিতে বাধ্য হয়েছিল দলিত পরিবার। অভিযোগ, হাসপাতালের বিলের টাকা মেটানোর মতো আর্থিক সামর্থ ছিল না ওই দলিত পরিবারের। তাই হাসপাতাল কর্তৃপক্ষের চাপেই তাঁরা ১ লক্ষ টাকায় তাঁদের সন্তান বিক্রি করে দিতে বাধ্য হন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ায় এই খবর প্রকাশের পর অবশেষ নড়ে চড়ে বসল প্রশাসন। জানা গিয়েছে আগ্রার ওই হাসপাতালে রেড করা হয় এবং তা সিল করে দেওয়া হয়। তদন্তকারী দলের তরফে আরও জানানো হয়েছে, হাসপাতালে গিয়ে কোনও ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর দেখা মেলেনি। কেউ-ই ডিউটিতে ছিলেন না। হাসপাতালে বেড থাকলেও কোনও রোগী সেখানে ভর্তি ছিলেন না। হাসপাতালে কর্মীদের সমস্ত তথ্যসম্বলিত কোনও রেজিস্ট্রেশন খাতা পাওয়া যায়নি। সদ্যোজাতের মা, ৩৬ বছরের ববিতা তাঁদের কাছে সন্তান তাঁদের কাছে ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন।
Blogger দ্বারা পরিচালিত.