আপনার কাছে থাকা ২০০০ টাকার নোটটি জাল নয় তো? বুঝবেন কীভাবে, জেনে নিন
Odd বাংলা ডেস্ক: যে উদ্দেশ্য নিয়ে নোটবন্দি করা হয়েছিল তারপর থেকে আজ পর্যন্ত সেই উদ্দেশ্য যে কখনওই সফল হয়নি, তার প্রমাণ পাওয়া গিয়েছে সাম্প্রতিক অতীতে উদ্ধার হওয়া নকল ২০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। কিন্তু আপনার কাছে থাকা নোটটি জাল নয় তো? সেটা বুঝবেন কীভাবে, জেনে নিন-
সামনের দিকে-
- আলোয় ধরলে টাকার অঙ্ক ২০০০ স্পষ্ট দেখা যাবে
- ল্যাটেন্ট ইমেজ চোখে ৪৫% কোণে ধরলে টাকার অঙ্ক ২০০০ স্পষ্ট দেখা যাবে
- নোটের কেন্দ্রে মহাত্মা গান্ধীর ছবি
- দেবনাগরি হরফে লেখা টাকার অঙ্ক ২০০০
- মাইক্রো লেটারে RBI এবং ২০০০
- রঙ বদলানো সিকিওরিটি থ্রেড তাতে RBI, BHARAT ও ২০০০ লেখা
- গ্যারান্টি ক্লজ, RBI গভর্নরের সই, ঋণপত্রের স্বীকৃতি
- মহাত্মা গান্ধীর ছবি ও ইলেক্ট্রটাইপ (২০০০) জলছবি
- নম্বর প্যানেল। ছোট থেকে বড় হচ্ছে নম্বর
- ডানদিকে অশোক স্তম্ভের ছবি
পিছনের দিকে-
- মঙ্গলযানের ছবি
- কোন সালে ছাপা হয়েছে তা লেখা
- স্বচ্ছ ভারত লোগো ও স্লোগান
- কেন্দ্রের কাছাকাছি বিভিন্ন ভাষায় লেখা নোট
Post a Comment