পরিচয় লুকিয়ে কাউকে মেসেজ কীভাবে পাঠাবেন
Odd বাংলা ডেস্ক: আমরা যদি কিছুটা পিছনে তাকাই তবে দেখবো বিগত কিছু বছরে টেকদুনিয়ায় ব্যাপক পরিবর্তন এসেছে। এখন আমরা কারো সঙ্গে ব্যাক্তিগত আলাপের চেয়ে ইনস্ট্যান্ট মেসেজ বা সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপের মাধ্যমে যোগযোগ করতে বেশি পছন্দ করি। তবে এখন ইনস্ট্যান্ট মেসেজের চল থাকলেও আগে টেক্সট মেসেজের উপরই আমরা ভরসা রাখতাম।
যদিও এখন এসএমএস বা টেক্সট মেসেজের প্রচলন কমে গেছে, তবু ব্যাঙ্কের তথ্য বা ওটিপি এখন টেক্সট মেসেজ হিসাবেই আসে। এই টেক্সট মেসেজ কে বা কারা পাঠাচ্ছে তা আমরা সহজেই বুঝতে পারি। কিন্তু আপনার কি কখনো ইচ্ছা হয় যে আপনি আপনার পরিচয় গোপন রেখে কাউকে মেসেজ করবেন?
আপনাকে জানিয়ে রাখি আপনি চাইলেই আপনার পরিচয় লুকিয়ে কাউকে এসএমএস করতে পারেন। ইন্টারনেটে এমন হাজারো ওয়েবসাইট আছে। তবে সমস্ত সাইট ঠিকভাবে এই পরিষেবা দেয় না। কিন্তু আজ আমরা কয়েকটি ওয়েবসাইটের কথা বলবো যেখান থেকে আপনি সহজেই পরিচয় গোপন রেখে টেক্সট মেসেজ করতে পারবেন।
Seasms
নিজের তথ্য লুকিয়ে মেসেজ পাঠানোর এটি হলো সবচেয়ে সেরা ওয়েবসাইট। ওই সাইট থেকে আপনি ১৬০ শব্দের মেসেজ যেকোনো নাম্বারে পাঠাতে পারবেন। এখানে আপনার নিজের কোনো তথ্য দিয়ে রেজিস্টার্ড হতে হবেনা।
Smsti
এই সাইট থেকেও আপনি পরিচয় গোপন রেখে মেসেজ পাঠাতে পারেন। তবে এখানেও কেবল ভারতীয় নাম্বারে মেসেজ পাঠানো যায়। এছাড়াও এই সাইটে অপরপ্রান্তের ব্যক্তি মেসেজ পেলে নোটিফিকেশন দেয়।
এই তিনটি সাইট ছাড়াও আপনি যদি আরো বিকল্প চান তবে Sendanonymoussms, Armsms, Textem, TextForFree ব্যবহার করতে পারেন।
Post a Comment