এবার যে-কেউ চাইলেই করোনা পরীক্ষা করাতে পারবেন, লাগবে না ডাক্তারের সুপারিশ বা প্রেসক্রিপশন
Odd বাংলা ডেস্ক: শুক্রবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তথা আইসিএমআর-এর তরফে একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হয়েছে, চাহিদা অনুসারে এবার থেকে করোনা পরীক্ষা করা যাবে। অর্থাৎ যে ব্যক্তি নিজের করোনা টেস্ট করাতে চান, এবার থেকে সেটাই করা যাবে। এরজন্য ডাক্তারের সুপারিশ বা অন্যদিকে যেসব ব্যক্তিরা ভিন দেশ বা দেশের মধ্যে ভিন রাজ্যে থেকে ফেরার সময় কোভিড-১৯ নেগেটিভ টেস্ট করানোটা বাধ্যতামুলক। সেসব জায়গায় যাতে মানুষ চাইলেই কোভিড টেস্ট করাতে পারে সেদিকে বিশেষভাবে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারগুলিকে।
জাতীয় টাস্কফোর্সের সুপারিশ অনুসারে টেস্টিং স্ট্র্যাটেজির পরামর্শ দিতে গিয়ে বলা হয়েছে যে, রাজ্য সরকারগুলি 'অন-ডিমান্ড' পরীক্ষার জন্য যাতে আরও সরলীকরণ পদ্ধতি অবলম্বন করতে পারে সে নির্দেশও দেওয়া হচ্ছে। আইসিএমআর-এর তরফে আরও প্রস্তাব দেওয়া হয়েছে যে, কন্টেনমেন্ট জোনগুলিতে বসবাসকারী ১০০% মানুষের যাতে পরীক্ষা করানো যায় সেই ব্যবস্থাও করার কথা বলা হয়েছে।
পাশাপাশি, আরও বলা হয়েছে যে, যাঁরা নন-কন্টেনমেন্ট জোনে রয়েছেন বা যাঁরা অ্যাসিমটোম্যাটিক অর্থাৎ যাঁদের শরীরে করোনার লক্ষণ নেই, কিন্তু তাঁরা হাই রিস্কে রয়েছেন, তাঁদের দ্রুত অ্যান্টিজেন পরীক্ষা করানোর ব্যবস্থা করানোর কথাও বলেছে আইসিএমআর, বিশেষত যেসব শহরে সংক্রমণের দ্রুত গতিতে ছড়াচ্ছে।
Post a Comment