মাস্ক না পরলে কফিনে ঢুকিয়ে শাস্তি!



Odd বাংলা ডেস্ক: যারা স্বাস্থ্যবিধি মেনে চলবে না তাদেরকে বেশ কিছুক্ষণ রেপলিকা কফিনে ঢুকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। জাকার্তার এক কর্মকর্তা জানিয়েছেন, ‘কেউ যদি মাস্ক বা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার না করে তাদেরকে জরিমানা ও শাস্তি দেয়ার নিয়ম করা হয়েছে। শাস্তি হিসেবে উন্মুক্ত কফিনের ভেতরে এক থেকে ১০০ পর্যন্ত গণনা করতে দেয়া হয়। কমপক্ষে এক মিনিটের মধ্যে তাদের অন্যায় কাজ নিয়ে অনুশোচনা করতে বলা হয়। কেউ যদি সরকারের নির্দেশনা উপেক্ষা করে মাস্ক বা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার না করে তাদেরকে জরিমানা ও শাস্তি দেয়ার নিয়ম করা হয়েছে। সাধারণ মানুষ এখন বেছে নেবেন তারা কোন পথে হাঁটবেন।’ ওই কর্মকর্তা আরো জানান, ‘নিজের জীবন সুরক্ষায় মাস্ক পরাটা জরুরি। করোনায় প্রতিদিন বিশ্বে বহু মানুষের মৃত্যু হচ্ছে। এতেও যদি মানুষ সচেতন না হয় তাহলে বিষয়টা খুবই দুঃখজনক।’
Blogger দ্বারা পরিচালিত.