ভারতের ইতিহাসে নজির গড়ে নৌবানিতে যোগ দিলেন ২ মহিলা অফিসার, ওড়াবেন যুদ্ধবিমান

Odd বাংলা ডেস্ক: ভারতের নৌবাহিনির ইতিহাসে এই প্রথম, ২জন মহিলা অফিসারকে নৌবাহিনির যুদ্ধজাহাজে পোস্টিং করা হল। নেভি ওয়ারশিপ ক্রু হিসাবে বাহিনিতে যোগ দেবেন যে দুজন মহিলা অফিসার তাঁরা হলেন, লাব লেফটেন্যান্ট কুমুদিনী ত্যাগী এবং সাব সেফটেন্যান্ট রীতি সিং। 

আরও পড়ুন ড্রোনে করে সন্ত্রাসবাদীদের যোগান দেওয়া হচ্ছে টাকা ও অস্ত্র, পুলিশের জালে ৩ লস্কর জঙ্গি

প্রসঙ্গত, ভারতীয় নৌবাহিনীতে মহিলারা কর্মরত হলেও তাঁদের এতদিন যুদ্ধজাহাজে পোস্টিং দেওয়া হত না। নানাবিধ কারণে বেশি সময়ের জন্য যুদ্ধজাহাজে পোস্টিং পেতেন না মহিলারা। ক্রু কোয়ার্টারে গোপনীয়তার অভাব, বিশেষভাবে পুরুষদের জন্য টয়লেট একটা বড় কারণ। কিন্তু সেই নিয়মই এবার বদলাতে চলেছে। যার ফলে আশা করা হচ্ছে, খুব তাড়াতাড়িই নৌবাহিনীর মাল্টি রোল হেলিকপ্টার অপারেট করার জন্য প্রশিক্ষিত করে তোলা হবে। যার ফলে শীঘ্রই তাঁরা এমএইচ-৬০ আর হেলিকপ্টার ওড়াবেন। 

প্রসঙ্গত, সারা দেশের মধ্যে সবচেয়ে উন্নতমানের হেলিকপ্টারের মধ্যে প্রথম সারিতে রয়েছে এমএইচ-৬০ আর হেলিকপ্টার। জলের নীচে লুকিয়ে থাকা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ বা সাবমেরিন খুঁজে নিয়ে সেগুলিকে লক্ষ্যে করে টর্পেডো ও মিসাইল ছুঁড়ে তা ধ্বংস করে দিতে সক্ষম হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.